সদাহাস্যময়!
আগুন তো কারখানায় লাগছে, সংসদ ভবন ঠিক আছে তো তাইলেই চলব! আগুনে কি পুড়ছে,মানুষ? ঠিক আছে, চেয়ার-টেবিল পুড়ে নাই তো! হায়রে সোনার দ্যাশ আমার, এই দ্যাশে পাট পুইড়া নিপাট হয় আর মানুষ পুইড়া ট্যাকা হয় (আগুনের ঘটনায় নিহত প্রত্যেকের জন্য এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, এছাড়া লাশ পৌঁছানোর জন্য আরো ১০ হাজার টাকা করে দেওয়া হবে।)
হা-মীমে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৩১। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঘটনাস্থল পরিদর্শন ও হতাহতদের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
আগুন লাগার কারণ তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে ..!
এই সাত দিনে, সাত দুগুনে চৌদ্দ রকমের অঘটন এই দ্যাশে ঘটবে; তাই ম্যাডাম নাকে ত্যাল দিয়া ঘুমান। দুই দশটা শ্রমিক মরলে দ্যাশের কি এমন ক্ষতি সাধন হয় ! আহারে মানুষ পোড়ে তবু মন পোড়ে না, কত পাষাণ আমরা এখন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।