আমাদের কথা খুঁজে নিন

   

একজন সন্তান জানালার গ্রীল ধরে বাবা ফেরার প্রতিক্ষায় কি ব্যাকুল হয়েই না কাদছে..................আহারে ! আহারে!

আমার আমিকে জানিনা এখনো তাইতো তোমাকেও হয়নী জানা আমি মোটেই ধার্মীক নই। ধর্ম সম্পর্কে খুব কমই জানি তারপরও যেটুকু জানি আর যতদুর মনে পড়ে পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন” এমন এক সময় আসিবে যখন আমি তোমাদের মন পাথর থেকে পাথরে পরিনত করিব। আমার মনে হয় আল্লাহ বোধহয় এই দিনটির কথাই বলেছিলেন এক মানুয়(ইলিয়াস) নিখোজ বেশ কিছু দিন হল আথচ কারো কোন বিকার নেই। রাষ্ট পরিচালকরা কি নিষ্ঠুর ভাবে কথা বলছে কেউ কেউ এটা নিয়ে রাজনীতি করছে। আর আমরা সাধারন মানুষরাও কম যাই না।

আজদেখলাম ফেজবুকে অনেকে ইলিয়াস সাহেবকে নিয়ে কবিতা লিখছে কেউ প্যারডি গান লিখছে কেউ কেীতুক লিখছে। লজ্জায় আমার মাথা নত হযে আসছে আমরা একজন বাবা হারা সন্তানের কষ্ট বুঝি না,সন্তান হারা একজন মায়ের কান্না আমাদের মনে দাগ কাটে না। আমরা শুধু রাজনীতিবীদ দের দোষদেই। অথচ নিজেরাই কি নির্মম ব্যবহার করি। একজন সন্তান জানালার গ্রীল ধরে বাবা ফেরার প্রতিক্ষায় কি ব্যাকুল হয়েই না কাদছে..................আহারে ! আহারে! আমি জানি প্রার্থনা করে কিছু হয় না তবু আজ এক সন্তানের জন্য তোমার কাছে হাত তুলছি খোদা তুমি এক অবুঝ সন্তানের চোখের পানি এভাবে অবহেলা করো না,তোমার করুনাময় হাত তার দিকে একবার বাড়াও।

আমিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.