যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
দেশের যে অবস্থা চলছে তাতে করে চাল হয়তো আমাদের দেশের মানুষের কাছে দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই থাকবে না । আহারে.............. চাল, চাল দেখলেই হয়তো মানুষ এমন করে বলবে । আহারে.............. চাল, এককালে কত খেতাম!!!
সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে দাম চলে গেছে; হয়তো দাম আরো বাড়বে ।
তাই চাল প্রেমী মানুষের জন্য এই ফটোগ্রাফ ।
ছবিটি ডেস্কটপে সেভ করে রাখুন । চালের কথা, ভাতের খিদে পেলে চাক্ষুষ করে যদি কিছুটা ক্ষুধা কমে!!??
এই চালই হয়ে উঠবে এসময়ের কবিতা-গান,গল্প- উপন্যাস, নাটক-সিনেমার অপরিহার্য উপাদান ।
আহারে.............. চাল!!!
খাইনা কতকাল ।
তাই ফুরাবার আগেই সংগ্রহে রাখুন ।
ভবিষ্যত প্রজন্মকে অন্তত ছবি তো দেখানো যাবে !!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।