ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,
বিগত সিঁথিবিজ্ঞান
-আবু মকসুদ
শীতের পাখি ডাকে
ঘুরে ফিরে উঁকি দিচ্ছে তার সিঁথি,
আমার মনোবিজ্ঞান পড়াই হয়েছে কাল
অসতর্ক মনে এখন দালানের করুণ চৌকাঠ।
আর্টসের মেধাবী চত্বর
চষে বেড়াবার বাসনায়
নিত্যদিন প্ল্যাটফর্মে, হাতে ছোট কাগজ
নগর হরিণী, দুঃসাহসে ছুটতে পারিনি
প্যাসেঞ্জার মেল চলে গেলে
হতাশায় বার বার বসে থেকেছি মাছি উড়া বেঞ্চে।
পরে জেনেছি ও সবে আগ্রহ নেই,
তোমার পছন্দ সিনে ম্যাগ
আর ক্যাডিলাকের পাশে
সোয়াটার পরা লোকটাকে।
আর পছন্দ নগদ মুদ্রানৃত্য ---
আয়ু উড়ে যায়,
ঘুমের মধ্যে প্ল্যাটফর্ম দাঁড়িয়ে থাকে
প্যাসেঞ্জার মেলট্রেনে ঋতুমতি সন্ধ্যা নেমে আসে,
আমার আঙিনায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।