আমাদের কথা খুঁজে নিন

   

বিগত জন্মের পরিচয়

..

আমি তো ছুটে চলি জন্ম থেকে জন্মান্তরে নিশ্চিত জানি কোন প্রাচীন পুঁথিতে গাঁথা আছে আমার পূর্ব-জন্মের জীবনালেখ। বিগত জন্মের পরিচয় খুঁজে ফিরি প্রচ্ছন্ন-ছায়ার আড়ালে চলে যায় ধোঁয়াসা-অবয়বগুলো। অহল্যার মূক-পাষাণে কি রাখা ছিল কোন এক জন্মের ঋণ? কার পাপে শাপ দিয়েছিল অবার্চীন গৌতম ঋষি? মনে পড়ে তীব্র জলের ঘ্রাণে ছুটে আসা শরবিদ্ধ কস্তুরী-হরিণের চোখের আকুতি; সে কোন জন্ম?কবেকার কথা? যতিহীন জীবন যখন যেমন তেমনি করেই কেটে যায়। তবু-- চকিত-ঝলকে উন্মনা করে বিগত কোন এক জন্মের দীর্ঘশ্বাস আচমকা ছায়ার আড়ালে ঢাকা এক অবয়ব ভেসে ওঠে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।