আমাদের কথা খুঁজে নিন

   

খনার বচন (পর্ব--০১)

যখনি দাঁড়াবে তুমি সম্মুখে তাহার তখনি সে , পথ কুক্কুরের মত সংকোচ সত্রাসে যাবি মিশে।

১। মড়ক গণনাঃ চৈত্রে কুয়া ভাদ্রে বান নরের মুন্ড গড়াগড়ি যান। ২। বন্যা গণনাঃ পূর্ণ আষাঢ়ে দক্ষিনা বয় সেই বৎসর বন্যা হয়।

৩। আমে ধান তেঁতুলে বান। ৪। বামুন বাদল বান দক্ষিনা পেলেই যান। ৫।

অতিবৃষ্টি ও রবিবার সংক্রান্তঃ পাঁচ রবি মাসে পায় ঝরা কিংবা খরায় যায়। ৬। বৃষ্টি গণনাঃ দিনে জল রাতে তারা এই দেখবে শুকোর ধারা। ৭। পৌষে গরমি বৈশাখে জাড়া প্রথম আষাঢ়ে ভরবে গাড়া।

৮। চাঁদের সভার মধ্যে তারা বর্ষে পানি মুষল ধারা। ৯। চৈতেতে থর থর বৈশাখে ঝড়-পাথর। ১০।

জৈষ্ঠেতে তারা ফুটে তবে জানবে বর্ষা বটে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।