বঙ্গে বিরচিত খনার বচন
১।
আষাঢ়ে অদৃশ্য মেঘ বিপদের কারণ
যে নারী থাকেন সদা নিরাভরণ
জেনে রেখো তার আছে নীড়ের কারণ । ।
২।
অমা যদি গাঢ় হয় বসন্তকালে
তমসা কাটিয়া যাবে মেদিনীমণ্ডলে
আকাশ প্রস্ফুটিত তারার কারণ
জেনে রেখো জানবাজি রাখা যে বারণ ।
।
৩।
ভাদরে আদর কর, বধুঁ খোঁজ তুমি
বধু যদি প্রেমময়, নিও স্বাদ সাধনসংগিনীর
সকলেই দিত্ব হয়, নিত্য দ্বিজ জন্ম
যতোই সুরক্ষিত থাকুক হর্ম্য
দেখে না, কাল ঠিকা খাটে চক্ষুচর্ম । ।
৪।
বর্ষণে কর্ষণ হয়, পড়িলে চৈতে খোয়া বিপদ আসন্ন
সন্তান জন্ম হলে হইও না প্রাসনে প্রসন্ন ।
এই কথা দিকে দিকে চাউড় হইলে
গালিও ভাতের ফেনা মেঘের পাতিলে । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।