তোমাকে ভাবাবোই
প্রধানমন্ত্রীকে রাজনীতিবিদদের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে আহবান জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, একজনের আয়-ব্যয়ের ফাইল দেখতে চাইলে নিজের আয়-ব্যয়ের হিসাবও দিতে হবে। আর ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত আমাদের সবার বাপ-দাদাদের সম্পদের হিসাব নিলে কারা অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তা বেরিয়ে আসবে। তিনি বলেন, মন্ত্রী এমপিদের সম্পদের হিসাব দাখিলের ওয়াদা আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে বললেও ওয়াদা ভঙ্গ করে দুর্নীতি করছে ও অনেকে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। একজন কেরানী, সামরিক বাহিনী, আমলাসহ সমাজের বিপুল মানুষ উচ্চ পদস্থ অনেকেই অবৈধ সম্পদের পাহাড় গড়েছে। অথচ তাদের বিরুদ্ধে এ অবধি কোন ব্যবস্থা নেয়নি সরকার। এসময় দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতেও আহবান করেন। গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসকাবে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত মজলুম জননেতা মাওলানা ভাসানীর ১৩০তম জন্মবার্ষিকীর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার দেলোয়ার হোসেন এ আহবান জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।