লিখতে ভালোবাসি যাস্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনকে হত্যার পরিকল্পনা করেছিল আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)। ১২ জনের তালিকায় আরো ছিলেন শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, শাহরিয়ার কবির, সরকারের কয়েকজন মন্ত্রী ও ব্লগার। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছেন এবিটি’র আধ্যাত্মিক গুরু জসিমুদ্দিন রাহমানী ও গ্রেপ্তার হওয়া দলের অন্য সদস্যরা। বৃহস্পতিবার দেশ টিভির অনলাইন ভার্সনে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।
ব্লগার রাজীব হত্যাকাণ্ডের পর এদের হত্যার পরিকল্পনা করা হয়।
এই হত্যা পরিকল্পনা সফল হতে তৈরি করা হয়েছিল ‘কিতাল সেল’।
প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আদলে গড়ে উঠা আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) আধ্যাত্মিক গুরু জসিমুদ্দিন রাহমানী গত মার্চেই গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সংগঠকদের নাস্তিক ও মুরতাদ হিসেবে আখ্যা দিয়ে ফতোয়া দেন। সেই ফতোয়া ওয়েব পোর্টালে প্রচারও করা হয়। তার সেই ফতোয়ায় উদ্বুদ্ধ হয়ে ব্লগার রাজীবকে হত্যা করে এবিটির সুইসাইড স্কোয়াডের সদস্যরা।
একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাংবাদিক শাহরিয়ার কবির, শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবালসহ বেশ কয়েকজনকে হত্যার নির্দেশ দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ডিএমপি যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘যাদেরকে তারা ভিন্ন মতাবলম্বী মনে করে, যারা মুক্ত চেতনা-স্বাধীন চিন্তা চেতনায় বিশ্বাস করে তাদেরকেই তারা শত্রু মনে করে। তারা মনে করে তাদের তেহরিক-ই-তালেবান টাইপের যে রাষ্ট্র গঠন, সেটার পক্ষে এরা বাধা হয়ে দাঁড়াবে। ফলে আগে থেকেই তাদেরকে নজরে রাখা এবং প্রয়োজনে এরা আরেকটু শক্তি সামর্থ অর্জন করলে এদেরকে কীভাবে নির্মূল করা হবে সেই পরিকল্পনাও তারা করছিল বলেও স্বীকার করেছে। ’
যেহেতু সংবাদটা আমার না তাই যে খানথেকে নিয়েছি সুত্র দিয়ে দিলাম সংবাদ টি প্রিয়.কম থেকে নেয়া
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।