আমাদের কথা খুঁজে নিন

   

কাঙ্গালের দেশে রাজার নৃত্য।

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

হায়! আমার সোনার বাঙ্গলা, হায়! সোনার জাতি! বিজয়ের এই মাসে তোমরা কি নিয়ে ছিলে মাতি? তোমার দেশের মানুষ পায় না দুবেলা দুমুঠো খেতে, বুক কেঁপে যায় তাদের হাতে দুটি টাকা তুলে দিতে। শীতের কষ্টে আষ্ঠে পিষ্টে পড়ে আছে পথের ধারে, মাথা গোজারও ঠায় নাই এই জগত সংসারে। তোমরা কেবল ছেড়ে যাও মুখে মানবতার ঐ বুলি, তোমরাই আবার ছুড়ে ফেলে দাও মজুর, মুটে ও কুলি। চিকিৎসা বিনে মারা যাচ্ছে তোমাদেরই ভাই বোন, তাদের জন্যে কাঁদে না হৃদয় কাঁদে না তোমার মন, মরে যা তোরা তোদের আছে কি বাঁচার অধিকার? পঁচিশ হাজার ও ক্ষুদ্র পারেনি মানাতে মোদের হার। বাহ! বাহ! বাহ! কি দারুন! শোন ওহে কাঙ্গালের দল, কাঙ্গাল কিভাবে মুছে দিবে আর কলির চোখের জল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।