আমাদের কথা খুঁজে নিন

   

প্রবীণদের যৌন আকাঙ্খা বেশি

মনের কথা ব্লগে বলে ফেলুন,নয়তো মনে কথার বদহজম হবে

বুড়ো বলে তাদের সাধ আহ্লাদ থাকবে না এমনতো হতে পারেনা। কিন্তু সেই সাধের মধ্যে যৌনতার প্রতি ঝোঁক বেশি তাদের। তবে সুযোগ আর সঙ্গীর অভাবে অনেকে শেষ বয়সে এই কর্মটি করতে পারেন না। সাম্প্রতিক এক গবেষণা এমন তথ্যই দিচ্ছে। সম্প্রতি ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষক জো হাইড।

তিনি এবং তাঁর সহকমর্ীরা ৭৫ থেকে ৯৫ বছর বয়সী ২,৭০০ পুরম্নষের ওপর গবেষণা করেন । এতে দেখা যাচ্ছে, অধিকাংশ পুরম্নষই যৌনতার প্রতি বিশেষভাবে আগ্রহী। তবে সুযোগের অভাবে সন্ন্যাসী অনেকে। জো এর দল, বৃদ্ধদের কাছে স্বাস্থ্য, সম্পর্ক আর যৌনকর্মের নানা প্রশ্ন নিয়ে হাজির হন। গবেষণায় অংশ নেয়া ৯০ থেকে ৯৫ বছর বয়সীদের অনেকে শারীরিকভাবে আর সক্ষম না হলেও মনে করেন, যৌনকর্ম গুরুত্বপূর্ণ।

এই বয়সী পুরম্নষদের যৌনতায় বিশেষ ভূমিকা রাখছে টেস্টোস্টেরন হরমোন। এই হরমোন আরও অনেক কাজের সঙ্গে শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। গবেষণায় দেখা যাচ্ছে, বিশেষ হরমোন পরিবর্তনের থেরাপির মাধ্যমের বুড়োদের জীবনে অনেক পরিবর্তন আনা সক্ষম হতে পারে। এছাড়া গবেষণায় অংশ নেয়া শারীরিকভাবে সক্ষমদের ৪০ শতাংশ তাদের যৌন জীবন নিয়ে হতাশার কথা জানিয়েছেন। কেননা, নিয়মিত এই কাজটি তাঁরা করতে চাইলেও সুযোগের অভাবে হয়ে উঠছে না।

ইন্টারনাল মেডিসিনের বার্ষিক সংস্করণে প্রকাশ পেয়েছে জো এর এই গবেষণা। এতে দেখা যাচ্ছে, অনেক পুরম্নষই শেষ বয়সে এসে আরো বেশি যৌনতায় আগ্রহী হয়ে ওঠেন। কিন্তু উপযুক্ত সঙ্গীর অভাব আর বয়সজনিত বার্ধক্য আটকে রাখছে তাদের। অবশ্য সবাই যে এই যৌনতা নিয়েই পড়ে আছেন তা কিন্তু নয়। ৭৫ থেকে ৯৫ বছর বয়সীদের একটি অংশ আবার মনে করেন, শেষ জীবনে এসব আর নয়।

সূত্র: ডয়েচ ভেলে Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.