সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম যে করেনা কখনও বঞ্চনা....
বৈশাখী টেলিভিশন এবং শারুকের আয়োজক কমিটি শুধু ব্যবসায়ী মনোভাবাপন্ন এবং অবাঙ্গালী প্রিয়। একথা সত্য যে একজন বাঙ্গালীর চেয়ে একজন অবাঙ্গালী স্বাধীনতার পূর্বেও যেমন মুল্যায়িত হয়েছে বর্তমানেও আরও অধিকতর মহাসমারোহে মুল্যায়িত হচ্ছে। এটা একধরণের পরকিয়া আসক্তি এবং এর স্বভাবসূলভ আচরণ মাত্র। বাঙ্গালী জাতীয় চেতনায় যাদের জীবন চালিত, তাদের শরীর শুধুমাত্র বাঙ্গালীর রক্ত মাংসে উজ্জীবিত। আমি প্রথমত মানুষ দ্বিতীয়ত বাঙ্গালী এইতো প্রত্যাশা আমি বাঙ্গালী বলে।
আব্দুল হাকিমের কবিতার লাইনটি মনে পড়ে-
সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি-
যাহোক তারা দেশে অপসংস্কৃতি চর্চার অপচেষ্টার মাধ্যমে মালে মাল হওয়ার বাসনায় উন্মত্ত। আজকে ভারতের জনপ্রিয় সুপার ষ্টার শাহরুখ খান ও রানী মুখার্জীকে নিয়ে এত আয়োজন, এত প্রচারণা কেন? স্বার্থ একটাই লাভের মোহ। সত্যিকার অর্থে এধরণের আয়োজন আমাদের দেশের আপামর সংস্কৃতির দূর্বলতা প্রকাশ মাত্র! যারা এর আয়োজক এবং বৈশাখী চ্যানেল সবাই নির্বোধ ও রাজাকারী মনমানসিকতায় অভ্যস্ত আর যারা দেখতে গ্যাছে টাকা খরচ করে তারা তাদের অনুসারী মাত্র, এক কথায় হুজুগে অবাঙ্গালীর বংশধর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।