যাহা জানি তাহাই লিখি।
Five Alive (http://www.Fivealive.us) একটি কিশোর-কিশোরীদের অলাভজনক আত্নহনন বিরোধী সংগঠন। এই সংগঠন বাংলাদেশের তরুন লেখক ও পরিচালক সাজ্জাদ মাহমুদ চৌধুরীকে ২০১০ এর Five Alive suicide prevention short film competition এর বিজয়ী হিসেবে ঘোষিত করেছে। এই স্বল্পদৈর্ঘ্য চলচিত্রে দেখানো হয়েছে কিভাবে কেন্দ্রীয় চরিত্র কিশোরীটি তার প্রেমিক থেকে প্রতারিত হয়ে জগতের ঘৃনা ও পরিবারের সম্মানহানির আশংকা্য় কিভাবে আত্নহননের পথ বেছে নেয়। এই পুরস্কার বাংলাদেশকে প্ৃথীবির বুকে আরো এক ধাপ এগিয়ে যেতে দ্ৃস্টান্ত স্থাপন করল। সাজ্জাদ মাহমুদ চৌধুরীকে আমরা জানা্ই লাল সালাম।
BEWILDR
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।