আমাদের কথা খুঁজে নিন

   

ক্যান্সারের চিকিৎসার জন্য যুক্তরাস্ট্র যাচ্ছেন হুমায়ুন আহমেদ

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ চিকিৎসার জন্য আজ বুধবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন। আজ সকালে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি কি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন, তা জানা যায়নি। তবে তার পারিবারিক সূত্র জানায়, তার শরীরে ক্যান্সারের জীবানু ধরা পড়েছে। এর চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন।

হুমায়ুন আহমেদের সাথে তার স্ত্রী মেহের আফরোজ শাওনসহ শুভ্যানুধায়ীরা যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ভক্তদের উৎকণ্ঠা বেড়ে যেতে পারে বলে তার এই চিকিৎসার বিষয়ে তার পরিবার লুকোছাপা করছে বলে জানা গেছে। জানা গেছে, বছর পাঁচেক আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি করা হয়। এরপর থেকে তিনি নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যান। সম্প্রতি নিয়মিত চেকআপের জন্য সেখানে গেলে চিকিৎসকরা হুমায়ুন আহমেদের পাকস্থলীর নীচের ক্লোনে ক্যান্সারের জীবানু পাওয়ার আশঙ্কা করেছেন।

বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় ঔপনাসিক হুমায়ুন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, চিত্র পরিচালক ও গীতিকার। তিনি বাংলা ভাষায় সর্বপ্রথম সায়েন্স ফিকশন লেখেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় আড়াই শতাধিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক।

অতুলনীয় জনপ্রিয়তা সত্ত্বেও তিনি অন্তরাল জীবন-যাপন করেন। তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে; একই সাথে তার লেখা বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.