সত্য অপ্রিয় হলেও বলতে চাই
ইংল্যান্ডের বিএই সিষ্টেমসের কাছ থেকে প্রিন্ম বান্দার বিন সুলতানের ৭০০০ কোটি টাকা ঘুষ গ্রহন পরোক্ষভাবে স্বীকার করল বিএই সিষ্টেমস। তারা রাজী হয়েছে জরিমানা দিতে ও স্বীকার করেছে তহবিল স্থানান্তরের।
সৌদি আরবের বিএই সিষ্টেমসের কাছ থেকে ৮০ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান কেনা বাবদ এই ঘুষ দেওয়া হয়।
বৃটিশ সরকার (বিশেষ করে টনি ব্লেয়ার) এই অভিযোগের বিচার করতেই বাধ সাধেন। উইকিলিক্স এই বিষয়ে আরও তথ্য দিচ্ছে, যেমন আর কে কে জাতীয় নিরাপত্তা ও ওয়ার এগেনেস্ট টেরর এর ধুয়া তুলে এই বিচারের বিপক্ষে ছিলেন।
এত ধন দৌলতের অধিপতি এবং কাবা শরীফের ভবিষ্যত রক্ষকের এমন দুর্নিতি ছি ছি!
সুত্র: দি গার্ডিয়ান ইউ কে
পিবিএস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।