প্রতিদিন পাপ এসে যাচ্ছে নিরীহ শীতের রাতের শেষে হাওয়ায় করে ভর
দূর ছেলেবেলার লজ্জ্বাবতী আর দুর্বায় ঘেরা মক্তব ক্রমশঃ মিলায় কতদূর
আমাদের এই জীর্ণ জীবন কার জিম্মায় রেখে যাব অস্থির নির্ঘূম দীর্ঘলরাত
শৌর্যবান পুরুষ আর আলিফ যবর আ এখন মলিন স্মৃতি শুভ্রবরফপ্রভাত!
অবাধ স্বাধীন সূর্য ছিল তখনও, শিশির ছিল কচুপাতায় বন্দী, আহা হলুদ !
শ্যাওলারাও বুঝি সন্ধি করেছিলো লাল ইটের বুকে তবে হা-হা জ্বলুক
আলিফ লাম মিম্ জা লিকাল কিতাবু কলরবে যে সেই আমিও ছিলাম
এখনও, অথচ প্রয়োজনহীন যুদ্ধে ক্লান্ত সৈনিক, প্রার্থণায় ক্ষমা করবেন বন্ধু!
ভালবাসায় বিনম্র নাটকচারিতার পর সেই তো তৃষ্ণায় শীতল জলের অভাব
ছোট পায়ে ছোট হয়ে যাওয়া জুতোয় খুজে ফিরি ঘুনপোকায় ধরা আসবাব
দুলাল বাগচীর বিশাল স্বপ্নের ছোট্র স্কুল ধীরেধীরে গিয়েছে যে চলে জলে
আমিও আজ ছিন্ন হই ইট-কাঠ-পাথরের ছায়া নকশায় ঝলকে দলে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।