আমাদের কথা খুঁজে নিন

   

দূরাগত শব্দধ্বনি

সামুদ্রিক বিভ্রম

দূরাগত শব্দের মতো ধ্বনিত হয় ....... অরণ্য অরণ্য শীতজল অফিস, ঝলমলে সহকর্মীনির হাসি, চকচকে বাসন, সুষম খাদ্যভ্যাস- ভাতঘুম- আহা, নিদ্রাভিসার- সহকর্মীনির শাড়ির রেখার আল্পনা সুবিশাল প্রতিশ্রুতির দম্ভিত ফ্ল্যাটঘেঁষা কিন্নর বারান্দা আলোছায়া মুগ্ধ নিবিড় নিদ্রাকক্ষ: তন্ত্রার চোখে যান্ত্রিক ঘুম। অগভীর; অগভীর। কিম্বা প্রণয়ীনির চোখের বর্ণমালায় প্রেমার্দ্র সমর্পন- নিদ্রা; আহা, সুখাভিনয়। নিদ্রা আভিজাত্য অভিনয় সহকর্মীনির রৌদ্রলাস্য ছাপিয়ে পুনরায় ধ্বনিত সান্ধ্যস্বর: পৌনপুণিক দূরাগত শব্দ ধ্বনি- ...... অরণ্য অরণ্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।