আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের প্রধানমন্ত্রির বচনাবলী!



মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনা যখন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া সম্পর্কে কথা বলেন, তখন তাঁর মনের মাধুরী মিশিয়েই বলেন । যা মনে আসে তাই বলেন। এই নিয়ে কেউ তেমন একটা মাথা ঘামায় না। কারন, তাঁর প্রধান প্রতিদ্বন্দিকে তিনি ঘায়েল করতে চাইবেন এবং সেটা তাঁর স্বভাবমতোই করবেন, এতে কার কি বলার আছে? কিন্তু বাংলাদেশের একমাত্র নোবেলজয়ি ডঃ মোঃ ইউনুস সম্পর্কে যা বললেন, তা জেনে আমি অন্য অনেকের মতোই স্তম্ভিত হয়ে গেলাম। একদিকে তিনি তদন্তের কথা বললেন আবার অপরদিকে চুড়ান্ত আক্রমনাত্বক মন্তব্য করতেও পিছ পা হলেন না।

ডঃ ইউনুস কি তাঁর প্রতিদ্বন্দি? যতদুর জানি ডঃ ইউনুস আর রাজনীতিতে নেই। অথচ এই ডঃ ইউনুসকে নোবেল পুরস্কার পাওয়ার অব্যবহিত পর, তাঁকে সবচাইতে আগে সম্বর্ধনা দেয়ার মাধ্যমে আওয়ামীলীগের নিজেকে গর্বিত করার প্রচেষ্টা দেখে বেশ কৌতুক বোধ করেছিলাম। প্রধানমন্ত্রী যেখানে রায় দিয়েই দিলেন তখন, তাঁর নিযোগকৃত তদন্ত কমিটি যে, কি রায় দেবে তা বোঝাই যাচ্ছে। আর, প্রধানমন্ত্রীর কি ভাষা প্রয়োগ দেখুন! ’... ধরা খেতে হবে’! অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রির এহেন মন্তব্যের পরদিনই ভারতের প্রধানমন্ত্রি ডঃ মোনমোহন সিং তাঁর সুরে সুর মিলিয়ে প্রায় একই রকম মন্তব্য করলেন। বাংলাদেশকে একহাত দেখে নেবার সুযোগ বিশ্বের এই ’ভ্রততম’ নেতাটি মোটেই ছাড়লেন না।

দেখেশুনে মনে হচ্ছে, এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ। বলাই যায় তাঁরা উভয়েই এক রসুনের কোয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.