১২৩
জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন জার্সি পেয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জার্সিটি ডিজাইন করেছেন শান্ত মারিয়াম ইন্সটিটিউটের ফ্যাশন ডিজাইনের ছাত্র সেজান লিংকন। তিনি বিচারকদের রায়ে প্রথম হন। প্রথম পুরস্কার হিসেবে তিনি তিন লক্ষ টাকা পান। শনিবার রাজধানীর হোটেল র্যাডিসনে জার্সি উৎসবের গ্র্যান্ড ফিন্যালে অনুষ্ঠিত হয়।
এ উৎসবে যোগ দেন জাতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দল, ক্রিকেট একাডেমির খেলোয়াড়রা, জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ ও কর্মকর্তাগণ। আমন্ত্রিত অতিথি ছিলেন সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দলের কর্মকর্তারাও।
যৌথভাবে গ্রামীণফোন-বিসিবি জার্সি উৎসবের আয়োজন করে। গত ১৯ অক্টোবর থেকে জার্সি উৎসবের যাত্রা শুরু হয়েছিল। দারুণ সাড়া পড়ে সারা দেশে।
মোট ৪২৩৮ জার্সি ডিজাইন জমা পড়ে। তা থেকে প্রথমে ১০০ জার্সি বেছে নেয়া হয়। সেখান থেকে বিচারক এবং দর্শকদের এসএমএস রায়ে শীর্ষ পাঁচটি জার্সি চূড়ান্ত মনোনয়ন পায়।
দ্বিতীয় সেরা ডিজাইনার হিসেবে দুই লক্ষ টাকা পুরস্কার পান নারায়ণগঞ্জের সৌরভ দাস মিথুন। তৃতীয় সেরা ডিজাইনার হয়েছেন কিশোরগঞ্জের মশিউর রহমান খালেদ।
পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা দেয়া হয় তাকে।
সেরা জার্সি নিবার্চন অনুষ্ঠানে বিচারক ছিলেন, বিসিবি পরিচালক গাজী আশরাফ লিপু, সাবেক ক্রিকেটার আতাহার আলী খান, হাবিবুল বাশার, ডিজাইনার ইমদাদুল হক ও ফারহা আলম বাবলী ও বিউটিশিয়ান ফারজানা শাকিল এবং গ্রামীণফোন কর্মকর্তা তাহমিদ আজিজুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের প্রধান নির্বাহি কর্মকর্তা ওডভার হেশজেদালও এবং চিফ কমুনিকেশন অফিসার কাজী মনিরুল কবির। জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন জার্সি পেয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জার্সিটি ডিজাইন করেছেন শান্ত মারিয়াম ইন্সটিটিউটের ফ্যাশন ডিজাইনের ছাত্র সেজান লিংকন।
তিনি বিচারকদের রায়ে প্রথম হন। প্রথম পুরস্কার হিসেবে তিনি তিন লক্ষ টাকা পান। শনিবার রাজধানীর হোটেল র্যাডিসনে জার্সি উৎসবের গ্র্যান্ড ফিন্যালে অনুষ্ঠিত হয়। এ উৎসবে যোগ দেন জাতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দল, ক্রিকেট একাডেমির খেলোয়াড়রা, জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ ও কর্মকর্তাগণ। আমন্ত্রিত অতিথি ছিলেন সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দলের কর্মকর্তারাও।
যৌথভাবে গ্রামীণফোন-বিসিবি জার্সি উৎসবের আয়োজন করে। গত ১৯ অক্টোবর থেকে জার্সি উৎসবের যাত্রা শুরু হয়েছিল। দারুণ সাড়া পড়ে সারা দেশে। মোট ৪২৩৮ জার্সি ডিজাইন জমা পড়ে। তা থেকে প্রথমে ১০০ জার্সি বেছে নেয়া হয়।
সেখান থেকে বিচারক এবং দর্শকদের এসএমএস রায়ে শীর্ষ পাঁচটি জার্সি চূড়ান্ত মনোনয়ন পায়।
দ্বিতীয় সেরা ডিজাইনার হিসেবে দুই লক্ষ টাকা পুরস্কার পান নারায়ণগঞ্জের সৌরভ দাস মিথুন। তৃতীয় সেরা ডিজাইনার হয়েছেন কিশোরগঞ্জের মশিউর রহমান খালেদ। পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা দেয়া হয় তাকে।
সেরা জার্সি নিবার্চন অনুষ্ঠানে বিচারক ছিলেন, বিসিবি পরিচালক গাজী আশরাফ লিপু, সাবেক ক্রিকেটার আতাহার আলী খান, হাবিবুল বাশার, ডিজাইনার ইমদাদুল হক ও ফারহা আলম বাবলী ও বিউটিশিয়ান ফারজানা শাকিল এবং গ্রামীণফোন কর্মকর্তা তাহমিদ আজিজুল হক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের প্রধান নির্বাহি কর্মকর্তা ওডভার হেশজেদালও এবং চিফ কমুনিকেশন অফিসার কাজী মনিরুল কবির।
******* সিলেক্টেড ....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।