আমাদের কথা খুঁজে নিন

   

তিতির কান্নার মাঠ

মন েক জান

অনেকদিন আগে রমাপদ চৌধুরীর একটা গল্প পড়েছিলাম, নাম ‌তিতির কান্না মাঠ' তোমরা কি গল্পটা পড়েছ? যখনি কোনো তিতির কান্নার মাঠে একা একা কোন নির্জন গোধুলি লগ্নে এসে দাঁড়ায়, এমনি আমার ঐ গল্পটার কথা মনে পড়ে যায়।আমাদের প্রত্যেকের বুকের ভিতরেই একটা তিতির কান্নার মাঠ আছে-সেখানে শুধুই বোবা প্রতিকারহীন প্রাত্যহিক কান্না-যে মাঠে দাঁড়িয়ে কেবলি ঝড়ের প্রদীপের মত উজ্জল অথচ অনিশ্চিত জীবনকে ফু দিয়ে নিবিয় দিতে ইচ্ছে করে। আমি জানি আপনারা হয়ত আমাকে পাগল বলবেন। আসলে আমি মাঝে মাঝে ভাবি এস, রেজা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।