একদিন এক তিতির পাখি আকাশে উড়ে বেড়াচ্ছিল। এমন সময় একটি বাজ পাখি তিতিরকে দেখে তীরের মতো তার কাছে উড়ে এল। প্রানের দায়ে তিতির পাখি একটা গাছের ছোট্র কোটরে ঢুকে পরল। বাজ অনেক চেষ্টা করেও সেই কোটরে ঢুকতে পারল না। এদিকে তিতিরের মাংস খাওয়ার লোভও ছাড়তে পারল না।
বাজ গর্তের বাইরে চুপ করে বসে রইল। অনেক সময় কেটে গেল তিতির আর বের হয় না। অধৈর্য হয়ে উঠল বাজ। খিদেও পেয়েছে,এভাবে আর কতক্ষণ বসে থাকা যায়। হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল।
তিতির বোন আমি কখন থেকে তোমার সাথে ভাব করার জন্য বসে আছি আর তুমি গর্তের মধ্যে মুখ লুকিয়ে রেখেছ ? আমরা এখন আর বনের পাখি শিকার করি না,গাছের ফল খেয়ে দিন কাটাই। তাই এখন সবাই আমাদের বন্ধু। তোমার সাথে বন্ধুত করব বলে আসছিলাম আর তুমি কিনা ভয় পেয়ে লুকিয়ে পরলে। তুমি যখন বন্ধুত্ব করবেই না তখন আমি মনের দুঃখ নিয়েই চলে যাচ্ছি। আর হয়ত তোমার সাথে কোন দিন দেখা হবে না।
বাজের কথা শুনে তিতিরের মনটা কেমন করে উঠল। শিকার করা যখন ছেড়ে দিয়েছে তখন বাহিরে যেতে ভয় কি। সরল বিশ্বাসে তিতির গর্ত থেকে বের হয়ে আসার সাথে সাথে বাজ তাকে ছোঁ মেরে তুলে নিল। প্রাণ বাচাতে তিতিরের সে কি ছটফটানি। কিন্তু তিতিরের সাধ্য কি বাজের হিংস্র থাবা থেকে নিজেকে রক্ষা করে।
যন্ত্রণায় ছটফট করতে করতে তিতির বলল তুই মিথ্যা কথা বলে আমাকে ধরলি বিশ্বাসঘাতক,প্রতারক। মরার আগে বলছি আমার মাংসের লোভে তুই যে বেঈমানী করলি আল্লা তার শাস্তি দেবেন।
তিতিরের কথা গ্রাহ্য করল না বাজ। তার দেহটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে মাংস খাওয়ার সময় একটা হাড় গলায় বিঁধে গেল। অনেক চেষ্ঠা করেও গলা থেকে হাড়টা বের করতে পারল না বাজ।
আকাশ থেকে বাজের মৃত দেহটা মাটিতে লুটিয়ে পড়ল।
* দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলতে নেই।
* বেঈমানীর ফল ভাল হয় না ।
সংগ্রহঃ এক সহস্র এক আরব্য রজনী
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।