[সাধারণ জ্ঞানের বিশাল তথ্য ভান্ডার মুখস্থ রাখতে গিয়ে আমরা অনেক সময় বোরিং ফিল করি। সাধারণ জ্ঞানের এ ভীতি দূরীকরণে কোচিং ক্লাসে স্যার প্রায়ই সাধারণ জ্ঞানের বিভিন্ন তথ্যাবলীকে একটি বিশেষ টেকনিকে আত্মস্থ করে দিতেন। আমার সাধারণ জ্ঞানের নোট থেকে সেসব আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের অভূতপূর্ব সাড়ায় আমি সত্যিই আনন্দিত। আপনাদের উৎসাহ-ই আমার প্রেরণা।
আজ চতুর্থ কিস্তি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কিস্তি পড়ুন এখানে]
---------------------------------------
Group Eight (G-8)
প্রতিষ্ঠাকাল : ১৫ নভেম্বর ১৯৭৫
____________________________
জি-এইট এর সদস্য দেশ ৮টি। সহজে মনে রাখার কৌশল,
" রাজা ফ্রাই কই ও জাম পছন্দ করেন। "
সংকেতগুলো খেয়াল করি,
রা = রাশিয়া,
জা = জাপান,
ফ্রা = ফ্রান্স,
ই = ইতালি,
ক = কানাডা,
ই= ইংল্যান্ড,
জা = জার্মানি,
ম = মার্কিন যুক্তরাষ্ট্র।
ভালো থাকুন, সাথে থাকুন।
শুভেচ্ছা সবাইকে.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।