[সাধারণ জ্ঞানের বিশাল তথ্য ভান্ডার মুখস্থ রাখা আমাদের অনেকের পক্ষে অসম্ভব। সাধারণ জ্ঞানের এ ভীতি দূরীকরণে কোচিং ক্লাসে স্যার প্রায়ই সাধারণ জ্ঞানের বিভিন্ন তথ্যাবলীকে একটি বিশেষ টেকনিকে আত্মস্থ করে দিতেন। আমার সাধারণ জ্ঞানের নোট থেকে সেসব আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের অভূতপূর্ব সাড়ায় আমি সত্যিই আনন্দিত। আপনাদের উৎসাহ-ই আমার প্রেরণা।
আজ তৃতীয় কিস্তি। প্রথম ও দ্বিতীয়] কিস্তি এখানে।
Developing Eight (D-8)
প্রতিষ্ঠাকাল : ১৫ জুন, ১৯৯৭
সদর দপ্তর : ইস্তাম্বুল, তুরস্ক
_____________________________
ডি-এইট এর সদস্য দেশ আটটি। সহজে মনে রাখার কৌশল,
" বাপ মা নাই তুমিই সব। "
এবার লক্ষ্য করি,
বা = বাংলাদেশ
প = পাকিস্তান
মা = মালয়েশিয়া
না = নাইজেরিয়া
ই = ইন্দোনেশিয়া
তু = তুরস্ক
মি = মিশর
ই = ইরান।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা বাঁধ ভাঙার আওয়াজের সকল ব্লগারকে। সাথে থাকুন..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।