আমাদের কথা খুঁজে নিন

   

ফিয়ার অব জেনারেল নলেজ! - ১



[সাধারণ জ্ঞান। বিশাল এক তথ্যভান্ডার। কথায় বলে সাধারণ জ্ঞান পাণ্ডিত্য অপেক্ষা অধিক মূল্যবান। বাট.. এতগুলো তথ্য একসাথে মনে রাখা আমাদের পক্ষে অসম্ভব। অনেক সময় বোরিং ফীল হয়। সাধারণ জ্ঞানের এ ভীতি দূর করতে কোচিং ক্লাসে স্যার আমাদের প্রায়ই বিভিন্ন সাধারণ জ্ঞানের তথ্যাবলীকে একটি বিশেষ টেকনিকে আত্মস্থ করে দিতেন। আমার সাধারণ জ্ঞানের নোট থেকে ধারাবাহিক ভাবে আপনাদের সাথে সেসব শেয়ার করব ইনশাআল্লাহ। আজ প্রথম কিস্তি] Association of South East Asian Nations (ASEAN) দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা (আসিয়ান) প্রতিষ্ঠাকাল- ৮ আগস্ট, ১৯৬৭ সদর দপ্তর- জাকার্তা, ইন্দোনেশিয়া ------------------------------------------------------- আসিয়ানভূক্ত ১০টি দেশ: এক সাথে দশটি নাম মুখস্থ করা.....!!! নাহ, নো চিন্তা,, সহজ উপায়ে মনে রাখি এভাবে, MTV এর FILM দেখলে BCS হবেনা এবার দেখুন, M = মালয়েশিয়া T = থাইল্যান্ড V = ভিয়েতনাম F = ফিলিপাইন I = ইন্দোনেশিয়া L = লাওস M = মায়ানমার B = ব্রুনাই C = কম্বোডিয়া S = সিঙ্গাপুর আসিয়ান সম্পর্কিত আরও কোন তথ্য আপনার জানা থাকলে প্লিজ শেয়ার করুন.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।