আমাদের কথা খুঁজে নিন

   

এনটিভির একটি চরম মেজাজ খারাপমূলক অনুষ্ঠান - স্প্রিন্ট মোবাইল হিপ হিপ হুর্রাহ!

দিতে পারো একশ ফানুস এনে! আজন্ম সলজ্জ সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই ... ... ...

গতকাল রাতে একটা পোষ্ট দিয়ে টিভি দেখতে চলে যাই। গিয়ে দেখি জি বাংলার 'সাত পাকে বাঁধা','দাদাগিরি' আর ষ্টার জলসার 'বেহুলা'। আমাদের বাসায় এগুলো নিয়মিত দেখা হয়। দাদাগিরি দেখার পর চ্যানেল পাল্টাতে থাকি। এমন সময় এনটিভিতে দেখি একটা নতুন অনুষ্ঠান শুরু হচ্ছে।

নাম 'sprint mobile hip hip hurrah!'। আগে কখনো দেখিনি বলে খানিকটা আগ্রহের সৃষ্টি হয়। সে আগ্রহ মেটানোর জন্য দেখতে আরম্ভ করি। শুরুতেই দেখা যায় উপস্থাপিকাকে,যার নাম 'নাবিলা'। সে অত্যন্ত দ্রুততার সাথে অনুষ্ঠান শুরু করে ফেলে এবং বারবার বলতে থাকে, 'এইটা একটা শপিং গেম শো।

আপনারা যারা ঘরে বসেই শপিং করতে চান,তাদের জন্যই এ শো। আমরা চেষ্টা করব আপনার চাহিদা মেটানোর। ' এমন কথা শোনার পর আগ্রহ বেড়ে যায়। ফলে আরো মনো্যোগ সহকারে দেখতে থাকি। অনুষ্ঠানে এক ব্যক্তিকে অতিথি করে আনা হয় যে আগের অনুষ্ঠানে বিড করে জিতে গিয়েছিল।

পুরষ্কার হিসেবে সে পায় একটা ডিপ ফ্রিজ এবং মোবাইল। নাবিলা তাকে জিজ্ঞেস করে,"আপনি এগুলো নিয়ে কি করবেন?"সে বলে,"রাখব,বাসায় রাখব। "তখন নাবিলা অবাক হবার ভান করে বলে,"এত চমৎকার (!) গিফট দিয়ে আপনি খালি বাসায় রাখবেন?আর কিছু করবেন না?"তখন সে বলে,"না না,ইউজ করব তো। " নাবিলা এরপর বলে যে ২০০০০ টাকার প্রাইজ জিততে বিড করার জন্য। ১ পয়সা থেকে ১০০ টাকার মধ্যে বিড করতে হবে।

বিড সর্বনিম্ন হতে হবে এবং ইউনিক নাম্বার হতে হবে ইত্যাদি ইত্যাদি। এ কথাটা সে পুরো অনুষ্ঠানে কমপক্ষে দশবার বলেছিল!শুনতে শুনতে আমার মাথা খারাপ হবার জোগাড় হয়েছিল। প্রথম ব্রেকের পর গেষ্ট পালটে যায়। চলে আসে মি দত্ত (পুরো নাম মনে আসছে না) নামক একজন ভায়োলাইন বাদক। সে তার সুরের মূর্ছনায় দর্শকদের মাতিয়ে রাখার চেষ্টা করে।

আমার মনে হয় সে সফলও হয়েছে। কারণ আমার কাছে তার বাজানোর ষ্টাইল বেশ ভালো লেগেছে। কিন্তু মাথা এরপর পুরোপুরি গরম হয় 'মি সর্ববিশারদ' নামক এক ব্যক্তির কন্ঠ শুনে। এটা পুরোপুরি নকল করা হয়েছে জি বাংলার 'ডান্স বাংলা ডান্স জুনিয়র' থেকে। এ ব্যাপারটা দেখে এত বিরক্তি লাগছিল যে মনে হচ্ছিল টিভিটাই ফেলে দিই ।

এ সর্ববিশারদ সাহেব আবার মানুষের সমস্যার সমাধান করে থাকে!কি বিরক্তিকর!কিছু দার্শনিক টাইপ মতবাদ আর হাস্যকর কথা বলে সে এ কাজটা করে। কিছু পাগল আবার এসএমএসও করেছিল। যত্তসব! এবার বলি গতকালকের প্রাইজের কথা। একটা ১৬৪০০ টাকা দামের ২০ ইঞ্চি (সাইজ ভুলে গেছি) কালার টিভি (কোম্পানি মাই ওয়ান) আর ৪১০০ টাকা দামের স্প্রিন্ট মোবাইল। এ ফালতু প্রাইজগুলোর জন্য আবার নাবিলার জিভ দিয়ে জল পড়ছিল!বারবার বলছিল,"আমি এ চমৎকার প্রাইজগুলো পাব না!"তার হাবভাব দেখে মনে হচ্ছিল মোবাইলটা নকিয়া এন৮ আর টিভিটা স্যামসাং এর ওয়াল ফিটিং স্লিম এলসিডি টিভি।

যত্তসব। অনুষ্ঠানটা শেষ হবার পর মনে হচ্ছিল আমার পুরো এক ঘন্টা সময় নষ্ট হল। এর থেকে এখানে বসে নানা পোষ্ট দেখতাম,তাহলে ভালো ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.