আমাদের কথা খুঁজে নিন

   

এনটিভির `হাসো`, অনুষ্টানে আমরা কি শুনেছি?

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই। মাঝে মধ্যে এনটিভির `হাসো`, অনুষ্টানটি দেখতাম। কয়েকদিন আগে এই প্রতিযোগিতা শেষ হয়েছে। এক পর্বে কিছু অশ্নীল কৌতুক শুনেছি। পরিবারের ছোট-বড় সবাইকে নিয়ে এই দেখতে গিয়ে অনেকে হয়ত লজ্বা পেয়েছেন। দুটি কৌতুক ছিল এই রকমঃ এক প্রতিযোগী বিচারক নিপুনের দিকে তাকিয়ে বললঃ নিপুন আপু চা খাচ্ছে-- চায়ের মধ্যে একটি মাছি ঢুকেছে-- নিপুন আপু মাছিসহ চা খেয়ে ফেলেছে-- কিছুক্ষন পর মাছিটির মা এসে নিপুন আপাকে বলল-- এই যে আপনার পেটে আমার বাচ্চা------ আরেকজন প্রতিযোগীর বললঃ এক যুবক রাস্তায় দাড়িয়ে আছে-- তার পাশে এক যুবতী দাড়িয়ে আছে-- হঠাৎ যুবকটি একটি ছবি রাস্তায় পড়ে গেছে-- সেই ছবিটির উপর যুবতী পা দিয়েছে-- যুবকটি সেই যুবতীকে বলল-- আপনার কাপড় তোলেন-- আমি ছবি তুলব-- এই কৌতুক শুনে সবাই হেসে উঠ্ল--হাত তালি দিল-- এই অনুষ্টানের মাধ্যমে এই রকম আরো অনেক অশালীন কৌতুক শুনেছি। এই অশালীন কৌতুক গুলো শুনে আমাদের ছোট ছোট সন্তানেরা ও তাদের বন্ধূদেরকে শুনাতে পারে। তাই বলছিলাম কি, কৌতুক অনুষ্টান করেন ভাল কথা কিন্ত অশালীন শব্দ যেন কেউ ব্যবহার না করে সেই দিতে দৃষ্টি রাখলে ভাল হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.