আমি আমার আকাশে উড়ি সারাবেলা
টুংটাং টুংটাং রিকশা
এই খালি,ভাড়া কত?
-তিরিশ টাকা
কাটায় কাটা।
-এতো ক্যান
ভাড়া চাও নিজের মত
গাড়ী য্যান
-বেশি না হিশসা।
যান ক্যান রাইগ্যা
লন মামু যাইগ্যা
চলছে রিকশা
টুংটাং টুংটাং
ঝটপট টান মারে ঘামে ভিজা মামু
সেই দিন কি আর আছে
দিন কে দিন যায় পাছে
বেশি ছাড়া উপায় নাই কি খামু।
তোমরাও পার বেশ
বাহানার নাইকো শেষ
বেশি রোদ বেশি গরম
সেই সাথে ভাড়া চরম
কয় মামু,
ভিজি রোদে পুড়ি
কি কমু
পেটের জ্বালায় মরি।
চলছে রিকশা.........
টুংটাং টুংটাং
এই খালি, বিদ্যালেন
-পচিঁশ টাকা
কাটায় কাটা
এতো ক্যান,বেশি য্যান।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।