আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
রাতের ঝির ঝির বাতাসে হাঁটতে ভাল লাগছিল। কোন ট্যাক্সি পাচ্ছিনা। অনেকটা পথ হেঁটে একটা বেবী পেলাম। কিছুদূর গিয়েই বেবী দাঁড়িয়ে গেল। ড্রাইভার ইঞ্জিন চেক করছে।
দুপাশ দিয়ে দুজন তড়িৎ বেগে উঠে বসল। ড্রাইভারও কোন দেরী করলনা। চট করে সিটে উঠে বেবী ছেড়ে দিল। দুপাশ থেকে দুজন পেটে ছুরি ধরে রেখেছে। ট্যাক্সি ধীর গতিতে চলছে।
হাতঘড়িটা প্রথম খুলে নেয়া হল। তারপর মানিব্যাগ। একজন লাল টেপ দিয়ে প্যাঁচানো জর্দার কৌটা বের করে বল্ল ‘এটা বোমা, পেছনে তাকাবেন না, তাকালে মুখের ওপর ফাটিয়ে দেব। ‘ মানি ব্যাগে বড় ছোট নোট মিলিয়ে হাজার দুই টাকা ছিল। সেখান থেকে একটা ২০ টকার নোট হাতে দিয়ে বল্ল রিক্সা ভাড়া দিয়ে দিলাম।
এরপর অবশ্য রিক্সা আর পাইনি। ঝির ঝির বাতাসে হাঁটতে হাঁটতেই বাসায় পৌঁছে গেলাম। অফিসের নাইট ডিউটিতে আর যাওয়া হল না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।