আমাদের কথা খুঁজে নিন

   

সাকিবের দলের কাছে আবার তামিমের দলের হার

চার ম্যাচে টানা চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষই রয়েছে সাকিবের দল বার্বাডোজ। সমান খেলায় এক জয়ে পাঁচ নম্বরে তামিমের দল সেন্ট লুসিয়া। বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার) প্রতিপক্ষের মাঠ গ্রস আইলেটের বশেজো স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৫ রান করে বার্বাডোজ। সর্বোচ্চ ৪৮ রান ডোয়াইন স্মিথের। ৩১ রান আসে শোয়েব মালিকের ব্যাট থেকে।

৯ বল খেলে একটি বিশাল ছক্কার সাহায্যে ১২ রান করেন ছয় নম্বরে ব্যাট করা সাকিব। টুর্নামেন্টে এই প্রথম দুই অঙ্কের ঘরে গেলেন আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের সেরা ক্রিকেটার। সেন্ট লুসিয়ার পক্ষে অ্যালবি মরকেল ও টিনো বেস্ট দুটি করে উইকেট নেন। জবাবে ১৭ ওভার ৫ বলে ৯২ রানে অলআউট হয়ে যায় সেন্ট লুসিয়া। সর্বোচ্চ ২৩ রান মিসবাহ-উল-হকের।

দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন হার্শেল গিবস। ১৯ রানে শেষ ৭ উইকেট হারিয়ে একশ পর‌্যন্তও যেতে পারেনি স্বাগতিকরা। এগিয়ে এসে মারতে গিয়ে লং অফে জ্যাসন হোল্ডরের ক্যাচে পরিণত হওয়ার আগে ৪ বলে মাত্র ১ রান করেন তামিম। বার্বাডোজের পক্ষে তিনটি করে উইকেট নেন অ্যাশলি নার্স ও রায়াদ এমরিট। ২ ওভার বলে করে ১৫ রান দিলেও উইকেট পাননি সাকিব।

২১ বলে অপরাজিত ৩৪ ও ২ ওভার বল করে ৮ রানে ২ উইকেট নিয়ে বার্বাডোজের অধিনায়ক কাইরন পোলার্ড ম্যাচের সেরা খেলোয়াড়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।