আমি প্রকৃতির চির অনাসৃষ্টি
হাসতে হাসতে পরে গেলাম সামুতে কিছু বেকুবের যুদ্ধ দেখে। যাদের একদল নিজেদের ঈমানের খুটি টিকিয়ে রাখতে ব্যস্ত আরেকদল তো পারলে গলা ফাটিয়ে ফেলে নিজেকে নাস্তিক প্রমান করার জন্য। আবার কেউ কেউ তো ব্লগ ছেড়েই চলে গেল। হতাশ হতে হয় আপনার কার্যকলাপ দেখে। আরে ভাই রাখেন না আপনার বিশ্বাস আপনার কাছে।
সেটা নিয়ে তর্ক কেন?ধর্ম তো কোন তর্কের বিষয় হতে পারে না। আর আপনার ধর্ম ও নিশ্চয় এটা শেখায় না। এটা পুরোপুরি বিশ্বাস। আর যারা নিজেদের গিয়ানী তথা নাস্তিক সাব্যস্ত করতে ব্যস্ত তাদের বলি আপনাদের আসলে কিছু হয় না। কি মনে করেন,একটা ধর্ম কিংবা তার রীতি নীতি নিয়ে টানা হেচড়া করলেই(আমি যেটাকে বলি সামাজিক বেষ্টনী অতিক্রমের একটা প্রপঞ্চ, যা অতিক্রম করলে মানুষ,মানুষের চোখে অতি মানুষ হয়ে উঠতে পারে) হয়ে গেলেন আপনি নাস্তিক-মহা গিয়ানী।
মাথায় কি এতটুকু চিন্তা আসেনা সমাজে ধর্মের আবির্ভাবের কারন কি?আর একটা বিষয় লক্ষনীয় যে আপনারা যারা মহান রয়েছেন এই ব্লগে তারা কিন্তু বিশেষ একটা ধর্মের বিপক্ষে। এ কারনে আপনাদের ভূমিকা নিয়া আমার ব্যাপক সন্দেহ।
দুই দলের প্রতি আমার অনুরোধ আপনারা যে পন্থা অনুসরন করছেন,দয়া করে নিজেরটা জানেন। প্রতিপক্ষেরটা জানেন। জেনে তর্কে আসেন।
না জেনে কেউ কাউকে পাথরও মারবেন না কিংবা অশ্লীল ভাষা বলে গিয়ানীও হতে যাবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।