আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কত কাল আমি রব দিশেহারা।
কিছুক্ষণ আগে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সভাপতি সেপ ব্লাটার ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশের নাম উল্ল্যেখ করেছেন। ফিফার বিচারে শেষ পর্যন্ত ২০১৮ সালের আয়োজক হতে যাচ্ছে রাশিয়া এবং ২০২২ এ কাতার। উল্লেখ্য, দুটি দেশই প্রথমবারের মত আয়োজক হতে যাচ্ছে। এর মধ্যে কাতার আরব দেশগুলোর মধ্যে প্রথম। কাতারের আগে ২০০২ সালে দ.কোরিয়া ও জাপান যৌথভাবে আয়োজন করে বিশ্বকাপ ফুটবলের, যা এশিয়ার মধ্যে প্রথম।
রাশিয়া মূলত প্রতিদ্বন্দিতা করেছে ইংল্যান্ড, স্পেন-পর্তুগাল, হল্যান্ড-বেলজিয়াম এর সাথে এবং কাতার করেছে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান ও দ.কোরিয়ার সাথে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।