আমাদের কথা খুঁজে নিন

   

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৮-২০২২ বিডিং এর খবর, সাথে একটু অ.ট.!

^^^^^^^^^

কড়া নাড়ছে ২০১০ দক্ষিণ আফ্রিকা ফিফা বিশ্বকাপ ফুটবল। ২০১৪ সালে হবে ব্রাজিলে। তারপর ২০১৮ আর ২০২২ সালের জন্য আয়োজক দেশ নির্ধারণের জন্য এখন একক আর যৌথ মিলিয়ে বিড করছে এগারটি দেশ। ইংল্যান্ড , অস্ট্রেলিয়া , বেলজিয়াম-ন্যাদারল্যান্ডস , পর্তুগাল-স্পেন, জাপান , ইউএসএ , রাসয়া বিড করছে ২০১৮-২০২২ দুই বিশ্বকাপের জন্য। কোরিয়া রিপাবলিক আর মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কাতার তাদের সাথে শুধু ২০২২ সালের বিশ্বকাপের আযোজক হতে বিড করছে।

স্বভাবতই আয়োজক দেশগুলো তাদের ঘরে বিশ্বকাপে অন্যদেশগুলোকে আতিথেয়তা দেয়ার সৌভাগ্য হয় কিনা সেটি জানতে কাউন্ট ডাউন শুরু করে দিয়েছে, আরো ২১৫ দিন পরে জানা যাবে কারা হচ্ছে ২০১৮ আর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক। কাতারের বিভিন্ন শহরে তাদের বিডিং নিয়ে আয়োজন চোখে পড়ার মত। রাস্তার মোড়ে বা পুরো বিল্ডিং জুড়ে বিশাল বিলবোর্ড, সরকারী বিভিন্ন ফর্ম, ওয়েবসাইট বা নতুন এন্ট্রি হওয়া ভিসা'য় ২০২২ বিডিং এর লগো শোভা পাচ্ছে। যদি ইংল্যান্ড ২০১৮ তে আয়োজনের দায়িত্ব পেয়ে যায় তবে ২০২২ সালে কাতারের কঠিন প্রতিদ্বন্দী হবে অস্ট্রেলিয়া এবং ইউএসএ। হয়তো তাদের ঐতিহ্য-অভিজ্ঞতার সাথে কাতার পেরে উঠবেনা তবুও ছোট্ট দেশটি এশিয়ার প্রতিনিধিত্ব করছে সেটাও কম কিসে।

এর মাঝে কাতার নতুন কয়েকটা স্টেডিয়ামের নকশাও প্রকাশ করেছে। দেখেন সেগুলো কেমন লাগে। Al-Shamal Stadium Al-Gharafa Stadium Al-Khor Stadium Al-Rayyan Stadium Al-Wakrah Stadium Aspire Zone স্টেডিয়ামগুলো কেমন হবে সেটা ভিডিওতে দেখুন এবার..... -------------------------------------------------------------- অ.ট. আমরা আগামী ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের যৌথ আয়োজক। আপনি কি আপনার শহরে ওটা নিয়ে কোন রকম প্রচারনা দেখেছেন? বিমানবন্দরে? সরকারী ওয়েবসাইটে? আমাদের স্টেডিয়াম গুলার কি খবর কেউ কি জানেন?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.