আমাদের কথা খুঁজে নিন

   

নক্ষত্রেরা আসবে দল বেঁধে

CONNECTION FAILED
মৃত্যুর সুমেরু পেরিয়ে কাফনের অভিযান- কবরের চুম্বন পেতে, টের পাই গিরি পথে নামছে আক্রোশ অন্ধকার। জোছনার শরীর উঠছে জেগে, যেন বিস্ময়ের ঘেরাটোপে বন্দী রাখার প্রয়াসে। রোমহর্ষক পায়ের শব্দ শুনে সময়ের হাত ধরে নক্ষত্রের আয়ু শেষে পুরনো পথে ফিরে যেতে চায় আবার! গ্যাস লাইটে চড়ে সিগ্রেট ঘুরে গেছে বালকের মাংস, একটু আগে এ ঠোঁটে পাখি ঘুরে চলে গেছে অসফল কবির খাতায়। সেখানে পোশাক নির্বাচনের ভোট হচ্ছিলো, আর বাইরে এক দল উলংগ মানুষ স্লোগান দিচ্ছে ঘুমের ভেতর। তখন ভর দুপুরের ঘর্মঘন্টা বেজেছিলো সরল একটি রাস্তার চোখে, কিন্তু অকাতরে অন্ধ হলো একমাত্র স্টেশন মাস্টার, যার চোখে কোন স্বপ্ন ছিলো না, ছিলোনা নীলচে ঘাসের ফুলে ফড়িংয়ের মতো হৃদয়। তবু দক্ষিন দিকে তাকিয়ে ডাকি আর ডাকি, হাত ভর্তি ফড়িং এর ডানা, চোখ ভর্তি বাতাস আর ঠোঁটে আসবেই পাখির ডাকাডাকি, আসবে শিশির শরীর ছুঁয়ে সমুজ্জল ভোর। আসবে বানিজ্যবায়ুর শেষে নক্ষত্ররা দল বেঁধে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।