কি অগননভাবেই না ওরা সমবেত হয়
আমাদের অস্হির তুষারের ওপর-
বৃক্ষের সমান উচ্চতায় যাদের প্রবাহ
শীতের বাতাস যখন বয়।
নিয়তির প্রতি যেন এক গভীর আগ্রহে
শ্বেত-শুভ্র, প্রভাতে-অলক্ষ্য
অবকাশ-স্হলের দিকে
এলোমেলো পায়ে আমাদের হেঁটে যাওয়ার মত
আর তাই ভালোবাসা বা ঘৃ্নায় নয়
ওই নক্ষত্রেরা যেন কিছু স্নো-হোয়াইট,
মিনার্ভার শ্বেত-শুভ্র, দৃষ্টিহীন মার্বেল চোখের মত।
*কবি Robert Frost এর ‘Stars’ কবিতা থেকে অনূদিত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।