আমাদের কথা খুঁজে নিন

   

নক্ষত্রেরা হারিয়ে যাক

সুন্দর-অসুন্দর সময়

নক্ষত্রেরা হারিয়ে যাক। কালচে নীল সমুদ্র-ছোবলের ভীড়ে একদিন যারা প্রতিবিম্ব তুলেছে জলমানবদের চোখে খুব করে চাইছি এখন হারিয়ে যাক সেই নীল নক্ষত্রেরা। যে আকাশে কুৎসিত বারুদের গোলা পুড়তে চাই মুহুর্মুহু বিস্ফোরণে, সে আকাশ নক্ষত্রদের নয়। যে বাতাস চিল আর শকুনের, উন্মত্ত হিংস্রতায় আঁচড়ে নেয়া রক্ত আর নাড়িভুড়ির গন্ধ যেখানে কবর রচেছে বুনোফুল, গুল্মলতার সে বাতাসে বক আর বালিহাঁস সাঁতরাতে পারেনা। সব পায়রা গুলিবিদ্ধ হোক, সব পদ্মফুল পিষ্ট হোক, সব শুভ্রতা হোক দেশান্তরিত, চিরতরে। [কুৎসিত অন্ধকারে ঢাকা হিংস্র শ্বাপদের পদচিহ্ন মাখা নোংরামির কাদায় আকন্ঠ নিমজ্জিত দুর্গন্ধ বিষবাষ্পের সামহয়ার চাই। কর্তৃপক্ষের নিষ্ক্রিয় নিরবতা চিরস্থায়ী হোক হারিয়ে যাক সকল নীল নক্ষত্র, আজ, এখনই।]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।