হৃদয়ের কথা সূর্যের মত যদি না বলিস ডুবে যাবে সন্ধার জলে...
দেশের বেশিরভাগ নিউজ সংস্থার মত বিদেশীদের কাছে তৈল মর্দন,
নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট চুক্তির বদৌলতে আজ সারাদিন বিডিনিউজ২৪.কম এর সাইন বোর্ডে একটি নিউজ- দরিদ্রদের 'ইউনূসফাঁদ'
অন্যন্য দিনে অগুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে হলেও ১০/১২বার তাদের হেডলাইন সহ তাদের প্রধান খবর পরিবর্তন করা হয়।
আজ উদ্দেশ্যমূলক ভাবে ডঃ ইউনূস এর একটি ভিভ্রান্তিমূলক এবং কোন নির্দিষ্ট প্রমান ছারাই সারাদিন তাদের প্রধান খবরে রাখা হয়।
বিডিনিউজ যে এটা উদ্দেশ্যমূলক করেছে তার আরো কিছু প্রমান হল-
*তাদের নিজেদের ব্লগে মন্তব্য করার জন্যি লিংক সহ পাঠকদের আহব্বান করা হয়েছে মূল নিউজটির নীচেই।
*বাংলাদেশ জিম্বাবুয়ের খেলার নিউজ আগের মত প্রধান খবরে দেওয়া হয়নি।
*এছারা রাজনৈতিক অনেক নিউজ ছিল যেগুলা বিডি নিউজ প্রধান শিরোনাম করেনি।
কোন একটি সংবাদ মাধ্যম কারোর কাছে বিক্রি হ্ওয়া ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ করতে পারেনা, তাই লাখ টাকার প্রশ্ন- ডঃইউনূচ কে হেও প্রতিপন্য করার জন্য বিডিনিউজ এর সাথে টেলিনরের কত টাকার চুক্তি হয়েছে!
বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডঃ ইউনূচ তার ক্ষুদ্র ঋনের মাধ্যমে দেশের স্বার্থ রক্ষা করোক আর নাই করোক, টেলিনরের আগমন এবং বিডিনিউজ এর অতিউৎফুল্লতাই প্রমান করে ঘটনার অন্তরালে আরো অনেক ঘটনা রয়েছে..
দেশের অনেক পুকুর-চোর নদী-চোর খাম্বা-চোর জনগনের টাকা বিদেশে পাচার করা রুই কাতলা আছে কখনো বিডিনিউজ তাদের নিয়ে নিজস্ব কোন প্রতিবেদন বা নিউজ দেয়নি ইতিপূর্বে
ডঃ ইউনূছ ঋনের নামে কি করেছেন দেশের জনগন এবং সব সংবাদ মাধ্যম এর যানা, তবে বিডিনিউজ কেন পুরাতন মদ নতুন বোতলে ঢেলে পাবলিককে খাওয়াচ্ছে তার তদন্ত হওয়া দরকার
দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম বিদেশীদের চামচামি করার জন্য ধিক্কার জানাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।