আমাদের কথা খুঁজে নিন

   

টেলিনরের বিরুদ্ধে মামলা করবেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস



টেলিনরের বিরুদ্ধে মামলা করবেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসঃ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বেসরকারি মোবাইল টেলিফোন সংস্থা গ্রামীণফোনের অন্যতম অংশীদার নরওয়ের টেলিফোন সংস্থা টেলিনরের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। তার এ রকম সাহসী সিদ্ধান্তকে অভিনন্দন জানাচ্ছি। ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গ্রামীণফোনের মালিকানা অংশীদারি চুক্তির প্রতি শ্রদ্ধাশীল হতে টেলিনরকে বাধ্য করতে তিনি আদালতে যেতে পারেন। ড. ইউনূস গত বৃহস্পতিবার নরওয়ের অসলোয় এক বিবৃতিতে এ কথা বলেন। খবর এএফপির।

ড. ইউনূস বলেছেন, বাংলাদেশে গ্রামীণফোনে সম্প্রতি যে কর্মকাণ্ড চলছে, তাতে দেশের লাখ লাখ দরিদ্র মানুষের স্বার্থ রক্ষার প্রয়োজনে টেলিনরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া তাঁর সামনে আর কোনো পথ খোলা নেই। গ্রামীণফোনের পরিচালনা নিয়ে টেলিনরের সঙ্গে কয়েক বছর ধরে বিরোধ চলার পর তিনি সঙ্গত ও যৌক্তিক কারণে এ রকম সিদ্ধান্ত নিলেন। গ্রামীণফোনে টেলিনরের মালিকানা ৬২ শতাংশ এবং গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ টেলিকমের মালিকানা ৩৮ শতাংশ। ১৯৯৬ সালে টেলিনর ছয় বছরের মধ্যে গ্রামীণফোনের বেশির ভাগ মালিকানা বাংলাদেশিদের কাছে হস্তান্তরের অঙ্গীকারসহ চুক্তি করে। কিন্তু এখন পর্যন্ত টেলিনর সে মালিকানা হস্তান্তর করেনি।

আর এই চুক্তির কোনো আইনগত বৈধতা নেই বলে টেলিনর এখন দাবি করছে। ড. ইউনূস গত বৃহস্পতিবার এ বিষয়ে টেলিনরের প্রধান নির্বাহী ফ্রেডরিক বাকসাসের সঙ্গে বৈঠক করেন। এদিকে টেলিনর বলেছে, ড. ইউনূস যে অবস্থান নিয়েছেন, তাতে তারা হতাশ। টেলিনরের মুখপাত্র পল কিয়ালহেইম বলেন, বৈঠকের পর যা ঘটেছে, তাতে তাঁরা বিস্মিত ও হতাশ হয়েছেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার নরওয়ের সংবাদভিত্তিক টিভি চ্যানেল টিভি ২ নাইহেত স্কানালের সঙ্গে কথা বলেছেন।

এ সময় ড. মুহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন, টেলিনর সম্প্রতি বাংলাদেশে নৈতিক বিষয়গুলো জোরদার করলেও প্রতিষ্ঠানটির অনেক সহযোগী ঠিকাদার (সাব-কন্ট্রাকটর) আছে, যারা এখনো শিশুশ্রমিক ব্যবহার করে। টেলিনরের শ্রমিকদের দুর্দশা, এমনকি প্রতিষ্ঠানটিতে ১৩ বছর বয়সের শিশুশ্রমিক ব্যবহারের খবর গত মে মাসে নরওয়ের গণমাধ্যমে প্রকাশিত হয়। খবরে বলা হয়, ওই শিশুশ্রমিক বাংলাদেশে টেলিনরের অংশীদার প্রতিষ্ঠান গ্রামীণফোনকে অ্যান্টেনা টাওয়ার সরবরাহের কাজে নিয়োজিত। ড. ইউনূস বলেন, টেলিনর এখন এসব সমাধান করে ফেলেছে বলে অঙ্গীকার করেছে। সুতরাং এটা আশা করা হয়েছিল যে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে ব্যাপারে তারা খুবই সতর্ক থাকবে।

তারপরও এমন ঘটনা ঘটেছে। ড. ইউনূস বলেন, সম্প্রতি তিনি একটি টেলিফোন পান। এই টেলিফোনে তাঁকে অবহিত করা হয়, গ্রামীণফোনের একজন সরবরাহকারী শিশুশ্রমিক ব্যবহার করছে। ড· ইউনূস আরও বলেন, টেলিনরের মতো একটি প্রতিষ্ঠানের কাছে যে ধরনের দক্ষতা আশা করা যায়, তা তারা করছে না।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.