বিবেক নিয়ে ক্যাচাল ভাল্লাগেনা....
ঠিক আছে? কয়েকদিন আগে নিউজিল্যান্ড বাংলাদেশের কাছে নাকানিচুবানি খেয়ে গেছে, তাতে আমাদের ভাবখানা এমন হয়ে গেছিলো যে আমরা ক্রিকেটের জমিদার! আজকে খেলা শেষে আশা করছি আমরা সবাই যারা আকাশে উড়ছিলাম তারা আবার মাটিতে নেমে আসবো। কেবল ১টা ম্যাচ গেলো আরও ম্যাচ আছে। দেখা যাক বাংলাদেশ কেমন খেলে। আজকে জিম্বাবুয়ে তেমন তেলেসমাতি কিছুই খেলেনি। ৪টা রানআউট হলে বুঝতে হবে পায়ে কুড়ালটা কে মেরেছে। আজকের ম্যাচে জিম্বাবুয়ে জিতেছে বলার চেয়ে বাংলাদেশ হেরেছে এইটা বলাই বেশী যুক্তিযুক্ত।
আর আরেকটা বিষয় - আশরাফুল নামের ১টা প্লেয়ার আছে যাকে আমি দুচোখে দেখতে পারি না। হয় নির্বাচকরা তাকে চিরদিনের জন্য বাংলাদেশ টিম থেকে বাদ দিবে নাহলে আমি আমার ১টা চোখ কানা করে ফেলবো, যাতে তাকে আর দুচোখে দেখা না লাগে!!! খা......র পুত আশরাফুল, বা....ছিঁড়তে আসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।