আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে নেটের ব্রাউজিং স্পিড বৃদ্ধি করবনে

সময় বয়ে চলে তার আপন গতিতে

আমরা ইচ্ছে করলে উইন্ডোজ থেকে ইন্টারনেটের ব্রাউজিং স্পিড বাড়িয়ে নিতে পারি এবং এই বাড়ানোর পরিমাণ প্রায় ২৫%। এবার আসুন দেখি কীভাবে এই পদ্ধতি করতে হয় : ১. প্রথমে win button + r চাপুন এবং টাইপ করুন regedit ২. তারপরে খুজুন HKEY_LOCAL_MACHINE ৩. এরপর যান software> Microsoft. ৪. এরপরে windows-এ যান। ৫. এরপরে current version-এ যান। ৬. এরপর এখান থেকে explorer-এ যান। ৭. তারপর remote computer-এ যান।

৮. এরপরে যান namespace key-তে। ৯. এবার দেখুন এই namespace key-এর মধ্যে দুটি ভ্যালু আছে। প্রথমটি ‘{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}’ যা remote computer-এর সঙ্গে প্রিন্টার শেয়ারিংয়ের জন্য ব্যবহৃত হয়। ২য়টি ‘{D6277990-4C6A-11cf-8D87-00AA0060F5BF}’ এই কী বলে যে সিডিউল রিমোট টাস্ক। আপনি এই ২য় ভ্যালুটি ডিলিট করুন।

দেখবেন ইন্টারনেটের ব্রাউজিং স্পিড আগের চেয়ে বেড়েছে। আপনার যদি প্রিন্টার শেয়ারিং করার প্রয়োজন না হয় তাহলে প্রথম ভ্যালুটি ডিলিট করে দিন, তাহলে আরও স্পিড বাড়বে। আর ভ্যালু দুটি ডিলিট করার আগে export করে নিন। যখন প্রয়োজন পড়বে তখন আবার import করে নিবেন রেজিস্ট্রিতে। এভাবে ইচ্ছে করলে আপনি আপনার নেটের ব্রাউজিং স্পিড বাড়িয়ে নিতে পারেন।

পুরো প্রসেস যদি ছোট করে বলা হয় তাহলে হবে এরকম : HKEY_LOCAL_MACHINE>Software>Microsoft>Windows>CurrentVersion>Explorer>remote computer>NameSpace>delete the seconed value.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.