আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল থাকতাসে সামনেও, চলেন বিম্পি পিটাইয়া সাইজ করি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

হরতাল আগামীতে আম্লীগ বিরোধী দলে গেলেও বহাল থাকবে, এনশাল্লাহ। আমাদের নতুন নেতা হানিফ ভাইসাব তাই বলসেন। আমরা খুব খুশি। এইবারে আইসেন, সবাই মিইল্লা বিম্পিগোরে পিটাইয়া সাইজ করি।

বিরোধী দল বিএনপিকে হরতালের বিকল্প খুঁজতে বললেও নিজেদের ক্ষেত্রে রাজনৈতিক প্রতিবাদের শেষ অস্ত্র হিসেবে হরতালের বিপক্ষে নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বিরোধী দল বিএনপির প্রতি হরতালের বিকল্প শান্তিপূর্ণ রাজনৈতিক পথ খুঁজে বের করার আহ্বান জানান। এসময় আওয়ামী লীগ ভবিষ্যতে বিরোধী দলে গেলে হরতালের বিকল্প খুঁজে বের করবে কি না জানতে চান এক সাংবাদিক। জবাবে হানিফ বলেন, "গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনীতিতে প্রতিবাদের শেষ অস্ত্র হরতাল। " এ জবাবের প্রেক্ষিতে আরেক সাংবাদিক জানতে চান, তাহলে বিরোধী দলে গেলে আওয়ামী লীগ হরতাল করবে? এর জবাবে হানিফ বলেন, "প্রতিবাদের আর কোনো ভাষা যখন থাকে না, সেখানে হরতাল আসতেই পারে।

" [ সূত্রঃ আমাদের সময়, বিডিনিউজ২.কম ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.