যাহা বলি সত্য বলি....
মার্কেন্টাইল ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে তারা সিলেটের মেট্রোপলিটান ইউনিভার্সিটির লাইব্রেরির উন্নয়নে ১০লাখ টাকা প্রদান করেছেন। এটা কোন ধরনের দান। একের ধনে মনে হয় অন্যের পদ্দারি। কারণ যতটুকু জানি ঐটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। সবাই ওখানে বেশি টাকা দিয়েই পড়ে। এমনকি ভাল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও নেই সিলেটের এই ইউনিভার্সিটি। তাহলে শেয়ারহোল্ডার আর ব্যাংক গ্রাহকদের টাকা কেন ওই প্রতিষ্ঠানে দেওয়া হবে।
জনকল্যাণ ই যদি মূল ইচ্ছা হয় তবে তা যেকোনো পাবলিক ইউনিভার্সিটির লাইব্রেরির উন্নয়নে দেওয়া যেতো। অন্তত: নিজেকে বলতে পারতাম যে ওখানে আমার ছোটভাই, ছোট বোন কিংবা আরও কেউ ২০টাকা বেতনে পড়ছে।
আপনি কি মনে করেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।