আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলার ভেতর মার্কেন্টাইল ব্যাংকের বুথ!

পরে

বইমেলায়, গ্রামীণ ফোনের স্পন্সর করা ভাস্কর্যটার পাশে এসে থমকে গেলাম। আমার সঙ্গে বইমেলায় ঘুরতে যাওয়া বন্ধুটাকে বলেছিলাম, চলো তোমাকে একটা মজার জিনিস দেখাই। উদ্দেশ্য ছিল গ্রামীণ ফোনের ভাস্কর্যটার নিচে খোদাই করে যে লেখা আছে ‘মোদের গরব গ্রামীণ ফোন মোদের আশা’ - সেটা দেখাবো। কিন্তু ভাস্কর্যটার পাশেই একটা ঝকমারি ব্যাপার-স্যাপার দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম আমি নিজেই। আরে এ কী! বইমেলার ভেতর ব্যাংকের বুথ কেন! ব্যাংকের এটিএম বুথগুলোর আদলে মার্কেন্টাইল ব্যাংকের একটা স্টল।

সিকিউরিটি গার্ডের পোশাক পরা কয়েকজন লোকও দেখলাম ঘুরঘুর করছে। ব্যাপারটা কী? বইমেলায় থাকবে প্রকাশকদের দোকান। সেখানে একটা ব্যাংকের স্টল/বুথ কেন? বইমেলার সংহত রূপের সঙ্গে এধরনের উলঙ্গ অ্যাডভার্টাইজমেন্ট আমার কাছে একেবারেই বেখাপ্পা ঠেকল। বইমেলাকে ঘিরে প্রতিবারই প্রচুর ধান্দাবাজি চোখে পড়ে। গতবার ব্র্যাক ব্যাংক মেলার মূল ফটক স্পন্সর করেছিল আর পুরো টিএসসি চত্বর ভরিয়ে দিয়েছিল নিজেদের মাহাত্ম্য বর্ণনাকারী ডিজিটাল ব্যানারে।

এবার মার্কেন্টাইল ব্যাংক নিজেদের পুরুষাঙ্গটি প্রবেশ করিয়েছে। বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে গ্রামীণ ফোনের ছিনালগিরি তো চলছেই। প্রশ্ন হলো, পুঁজির এই চাঁইদের না ঘেঁষতে দিয়ে কি বইমেলা হয় না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।