আমাদের কথা খুঁজে নিন

   

জিম্বাবুয়ে সিরিজে আশুর প্রত্যাবর্তন



জিম্বাবুয়ের সাথে ৫ ম্যাচ সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এই দলে চমক হলো সাকিবের অধিনায়কত্ব লাভ আর শারহরিয়ার নাফিসকে সাইড লাইনে বসিয়ে আশরাফুলের প্রত্যাবর্তন। ইনজুরির জন্য কিউইদের সাথে সিরিজ পুরো/আংশিক মিস করা তামিম, মাশরাফি আর নাজমুল দলে ফিরেছেন। বাদ গেছেন কিইউদের সাথে এক ম্যাচের ম্যান অব দা ম্যাচ শাহরিয়ার নাফিস আর জহুরুল। ঘরোয়া লীগে ৭ ম্যাচে ৬৬.২০ গড়ে ৩৩১ রান করা আশরাফুল ফিরেছেন দলে।

ফিরেছেন বটে দলে কিন্তু তাঁকে নিয়ে ভয়টা লাগছেই। সেদিন গুয়াংজুতে আফগানিস্তানের সাথে সোনা জয়ের ম্যাচে তিনি খাঁটি আশরাফুলীয় কায়দায় আউট হয়েছেন। কম্বিনেশনের অজুহাতে বাদ গেলেন শাহরিয়ার। জুনাঈদের জায়গায় তাঁকে দলে নেয়া যেতো। কেন গেলো না নির্বাচকরাই ভালো জানেন।

আমরা জানি না। অনেক নাটকীয়তার পর সাকিব আল হাসান আসন্ন সিরিজের জন্য দলনেতা হলেন। যদিও তাঁর ডেপুটি হিসাবে কারো নাম ঘোষণা করা হয়নি। বিশ্বকাপে কি হবে তা এখন বলা যাচ্ছে না। মাশরাফির সম্ভাবনা উড়িয়ে দেননি বোর্ড সভাপতি।

তবে আমার ধারণা সাকিবই থাকবেন বিশ্বকাপ অধিনায়ক। কারণ এই সিরিজে তিনি ভালো করবেন। ফলে তিনি থাকবেন। তবে সিরিজটা সহজ হবে না। জিম্বাবুয়ে দলটি বেশ ভালো।

তারা বাংলাদেশ দল আর বাংলাদেশের কণ্ডিশন সম্পর্কে ভালো জানেন। তারপরও আমার বিশ্বাস ফলাফল ৫-০ হবার ভালো সম্ভাবনা আছে। ৪-১ ও হতে পারে। বাংলাদেশ দলের জন্য শুভেচ্ছা রইলো। বাংলাদেশ দল সাকিব আল হাসান (অধিনায়ক), মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, নাঈম ইসলাম, আবদুর রাজ্জাক, মোহাম্মদ সোহরাওয়ার্দী, শফিইল ইসলাম, রুবেল হোসেন, নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই- শাহরিয়ার নাফিস, জহুরুল ইসলাম, সাব্বির রহমান, সৈয়দ রাসেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।