কাল বাংলাদেশ ১৫ ওভার বাকি থাকতেই যখন জিতে গেল, এত খুশি লাগলো যে বলার মত না। কিন্তু কেউ চিল্লাইলোনা দেখে অবাক হইলাম। খালি কি আমি একাই খেলা দেখছি? তারপর রাস্তায় একটা উকি মারলাম। কারো কোনো বিকার নাই। এইবার হালে হাত দিয়ে চিন্তায় বসলাম। আয়ারল্যান্ডের সাথে জেতার পর আমরা যত গানাবাজনা করছি, তাতে তো জিম্বাবুয়েকে হারানোর পর আমাদের প্যান্ট খুলে নাচা উচিত। ব্যপারটা দেখুন, আয়ারল্যান্ড টেষ্ট প্লেয়িং কান্ট্রি নয়। অথচ জিম্বাবুয়েকে এককালে বড় বড় দলগুলি গুণে খেলতো। আমার তো মনে হয় কালকের জয় আমাদের বিরাট একটা প্রাপ্তি। কিন্তু আমরা আনন্দ করছিনা কেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।