সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের করা ১৬৮ রানের জবাবে ব্যাট করছে জিম্বাবুয়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৯ রান।
সিকান্দার রাজা ১৮ ও শিঙ্গি মাসাকাদজা ০ রান নিয়ে অপরাজিত আছেন। দলীয় ৫ রানে হ্যামিলটন মাসাকাদজাকে (২) সাজঘরে ফেরান আবদুর রাজ্জাক। ১০ বলে ১৫ রান করা ব্রেন্ডন টেলরকে ফেরান সাকিব আল হাসান।
১৯ বলে ৩২ রান করা ভুসি সিবান্দা ফেরেন শফিউল ইসলামের শিকার হয়ে। রানআউট হওয়ার সময় সিন উইলিয়ামসের সংগ্রহ ছিল ১৬ রান। ওয়ালার করেন ১৮ রান।
এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। চতুর্থ বলেই সাজঘরে ফেরেন ব্যক্তিগত ২ রানে থাকা শামসুর রহমান।
দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও ও সাকিব আল হাসান। ২৮ বলে ৪০ রানের ঝোড়ো এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন সাকিব। তাঁর ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার ও একটি ছয় দিয়ে। তামিম ফেরেন ৩০ বলে ৪০ রান করে। তাঁর ইনিংসটিও সাজানো ছিল ছয়টি চার ও একটি ছয় দিয়ে।
সাকিব-তামিমের নৈপুণ্যে ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৯৯ রান। হাতে তখনো নয়টি উইকেট। এরপরও বাংলাদেশের সংগ্রহটা দুই শ বা এর কাছাকাছি না হওয়ার কারণ দ্রুত উইকেটের পতন। সাকিব ও তামিমের বিদায়ের পর কিছুটা সফলতা পেয়েছেন কেবল নাসির হোসেন (২৭)। অধিনায়ক মুশফিকুর রহিমের সংগ্রহ ১৭ রান।
জিম্বাবুয়ের সফলতম বোলার প্রসপার উতসেয়া। ১৫ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন তিনি।
আজ দুটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। দলে এসেছেন মমিনুল হক ও রবিউল ইসলাম। অন্যদিকে, বাদ পড়েছেন জিয়াউর রহমান ও সাজিদুল ইসলাম।
গত ম্যাচের মতো আজও দলে মোহাম্মদ আশরাফুলের জায়গা হয়নি।
দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০-তে পিছিয়ে। গতকাল শ্বাসরুদ্ধকর এক ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৬ রানে হেরে যায় মুশফিকুর রহিমের দল। সিরিজ হার ঠেকাতে হলে আজ সফরের শেষ ম্যাচে জয় পেতেই হবে বাংলাদেশকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।