আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামিক ফাউন্ডেশনে এবার ইমামদের সামনে অশ্লীল ব্যালে নৃত্য পরিবেশন



ইসলামিক ফাউন্ডেশনে এবার ইমামদের সামনে অশ্লীল ব্যালে নৃত্য পরিবেশন ইসলামিক ফাউন্ডেশনে এবার অশ্লীল ব্যালে নৃত্য পরিবেশন করা হয়েছে প্রশিক্ষণরত ইমামদের সামনে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত ছাত্রছাত্রীদের মাধ্যমে গতকাল আগারগাঁও কার্যালয়ে এ নৃত্য পরিবেশন করা হয়। আগারগাঁও ফাউন্ডেশন অফিসের সপ্তম তলার হলরুমে যখন সারা দেশ থেকে আগত বিভিন্ন মসজিদের ইমামদের সামনে এ অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়, ইমামরা বিস্ময়ে হতবাক হয়ে যান। ফাউন্ডেশনের ডিজি সামীম মোহাম্মদ আফজালের নির্দেশে এ নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বোর্ড অব গভর্নরসের অনেক সদস্য উপস্খিত ছিলেন।

নৃত্য অনুষ্ঠানে উপস্খিত কয়েকজন ইমাম জানান, ঠিক যখন জোহরের আজান শুরু হয় তখন ডিজি অনুষ্ঠান ঘোষককে নির্দেশ দেন এবার ব্যালে ড্যান্সের ঘোষণা দাও। আজান চলাকালে নাচ শুরু হলে কয়েকজন ইমাম আপত্তি জানালেও থামেনি দু’জন তরুণ-তরুণীর অশ্লীল নৃত্য। ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, গতকাল সকালে যুক্তরাষ্ট্রের ডেনভার বিশ্ববিদ্যালয় থেকে ৩০ জন ছাত্রছাত্রীর একটি টিম তিনজন শিক্ষকের নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশনে আসেন। ডিজি প্রথমে তাদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করেন। সেখানে তিনি ওহাবি আন্দোলন এবং মিসরের ইখওয়ানুল মুসলিমিনের বিরুদ্ধে তীব্র বিষোদগার করেন বলে জানান মতবিনিময় সভায় উপস্খিত নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য।

এরপর তিনি ছাত্রছাত্রীদের নিয়ে যান সপ্তম তলায়। পঞ্চম তলায় তখন শ’খানেক ইমামের প্রশিক্ষণ চলছিল। সেখান থেকে ইমামদের ক্লাস বìধ করে সাত তলায় হলরুমে ডেকে নিয়ে যাওয়া হলো। হলরুমে প্রথমে হামদ-নাত ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর ডিজি অনুষ্ঠান ঘোষককে নির্দেশ দেন­ এবার ব্যালে ড্যান্সের ঘোষণা করা হোক।

তখন ঘোষক ব্যালে ড্যান্সের ঘোষণা দিলে একজন মার্কিন ছাত্র এবং ছাত্রী স্টেজে উঠে নৃত্য শুরু করে। ছাত্রীটি সাদা গেঞ্জি এবং জিন্সের প্যান্ট পরিহিত ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইমাম জানান জীবনে এমন ঘটনার মুখোমুখি হবো তা কল্পনাও করিনি। ইসলামি একটি প্রতিষ্ঠানে ইমামতির প্রশিক্ষণ নিতে এসে উলঙ্গ অশ্লীল নাচ দেখতে হবে তা চিন্তারও অতীত। হাত ধরাধরি করে বুকে বুক মিলিয়ে যে অশ্লীল নৃত্য করেছে তা ভাষায় প্রকাশ সম্ভব নয় বলে জানান তিনি।

ডিজি সামীম মোহাম্মদ আফজালের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কথা বলতে অস্বীকার করেন। এরপর ইসলামিক ফাউন্ডেশনের পিআরও আনোয়ার কবির বলেন, যুক্তরাষ্ট্র থেকে ৩০ জনের একটি টিম শিক্ষা সফরে আসে ফাউন্ডেশনে। তাদের বাংলাদেশের একটি কালচারাল অনুষ্ঠান দেখানো এবং তাদের পক্ষ থেকে আমেরিকান কালচার বিষয়ে একটি অনুষ্ঠান উপস্খাপনের কর্মসূচি ছিল। সে অনুযায়ী প্রথমে আমাদের হামদ নাত শেষে তাদের কালচারাল প্রোগ্রাম শুরু করতে বলা হয়। তারা প্রথমে একটি গান পরিবেশন করে।

এরপর ব্যালে ড্যান্স শুরু হলে আজান শুরু হয় এবং অনুষ্ঠান বìধ করে দিয়ে তাদের লাঞ্চের জন্য নিয়ে যাওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনে ইমামদের জন্য ব্যালে ড্যান্স পরিবেশন কতটা শোভনীয়­ এ প্রশ্নের জবাবে পিআরও আনোয়ার কবির বলেন, অনুষ্ঠানের সূচিই ছিল আমরা আমাদের অনুষ্ঠান দেখাব, তারা তাদের কালচার দেখাবে। ইসলামিক ফাউন্ডেশনে আমেরিকার কালচার দেখানো কতটা শোভনীয়­ এ প্রশ্নের জবাবে অপ্রাসঙ্গিকভাবে আনোয়ার কবির বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সম্পর্কে অশোভন মন্তব্য করে বলেন, খালেদা জিয়া তো মদ খায়। খালেদা জিয়া মদ খায় আপনি দেখেছেন? জানতে চাইলে থতমত খান পিআরও। অনুষ্ঠানে উপস্খিত একাধিক ইমাম জানান, পিআরও’র এই বক্তব্য মিথ্যা।

তারা পুরো নৃত্য পরিবেশন করেছে। এরপর ডিজি তাদের পুরস্কার প্রদান করেছেন। ছেলেমেয়ে প্রত্যেকের সাথে দীর্ঘ সময় নিয়ে করমর্দন করেছেন। তাদের অনুভূতি জানতে চেয়েছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.