ব্রুনাই সরকারের শিক্ষা বৃত্তি : অনার্স, মার্ষ্টাস, পিএইচডি, এবং ডিপ্লোমা।
বয়স সীমা : ১৮-২৫ বছর তবে মাষ্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে বয়স শিতিল যোগ্য।
কোর্স মেয়াদ: অনার্স ৪ বছর, মাষ্টার্স ১ থেকে ২ বছর, পিএইচডি ৩ বছর, ডিপ্লোমা ২ থেকে ৩ বছর
বৃত্তির মধ্যে থাকবে : টিউশন পি, চিকিৎসা, বিমান টিকিট, মাসিক খরচ ৫০০ ব্রুনাই ডলার, বার্ষিক বই কেনার খরচ ৬০০ব্রুনাই ডলার.
আবেদনে শেষ তারিখ : ১৫ ডিসেম্বর ২০১০.
আইইএলটিএস স্কোর ৬ অথবা টফেল ৫৫০
বিস্তারিত এখানে
আর হ্যা ইনফরমেশন পিডিএফ ফাইলে হওয়ায় আপনার কম্ডিউটারে পিডিএফ রিডার থাকা চাই। না হলে পড়তে পারবেন না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।