আমি কাল মেঘকে ভাল বাসি,কারন সাদা মেঘ শুধুই তারার দেশে ঘুরে ঘুরে ফ্যাসন করে কিন্তূ কাল মেঘ তার জীবনের অস্থিত্বকে হারিয়ে দিয়ে দুনিয়াতে বৃষ্টি দিয়ে ফসল ফলায় করে।
বিশ্ব মুসলিমের মিলন মেলা টংগী বিশ্ব ইজতেমা ২০১১ আগামী জানুয়ারীতে। প্রথমবারের মত ইসতেমা হবে দুই ভাগে। মানে ২০/২১/২২-২০১১ অর্ধেক বাংলাদেশ ২৩/২৪/২৫-২০১১ বিরতী এবং ২৬.২৭.২৮-২০১১ রেস্ট অব বাংলাদেশ। কারণ তবলীগের ভাইয়েরা মানুষকে দেখানোর জন্য লোক জমায়েত করেন না বরং একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে লোকদের কে জমায়েত করেন।
তাছাড়া সারা বাংলাদেশ একবারে ইস্তেমা হলে ঢাকা শহরে যানজট ভয়াবহ আকার ধারন করে ফলে সাধারন মানুষের খুব কষ্ট হয়। হয়ত তাই তাদের এই সিদ্বান্ত। ধন্যবাদ তবলীগের ভাইয়েরা- তোমরা এগিয়ে যাও আমরা আছি তোমাদের সাথে। সময় করে আমরাও একদিন তোমাদের সাথে যাব। তোমাদের রান্না কিন্তু খুব স্বাদের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।