আমাদের কথা খুঁজে নিন

   

রন্টির স্কুলজীবন

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের ত ই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝিঁ পোকার বাগানে নিমন্ত্রণ। http://zizipoka.com/

রন্টির স্কুলজীবন শিক্ষক ক্লাশে ছাত্রদের বললেন: শিক্ষক ক্লাশে নিচ্ছেন এমন সময় কেউ ক্লাশে ঢুকতে চাইলে শিক্ষকের অনুমতির জন্য বলতে হবে, “মে আই কাম ইন স্যার। ” একমাস পর শিক্ষক ক্লাস নিচ্ছেন। এমন সময় রন্টি এসে বলল, জুন আই কাম ইন, স্যার। শিক্ষক : এর মানে কী? রন্টি : আপনিই তো শিখিয়েছেন স্যার।

শিক্ষক : আমি তো শিখিয়েছি, মে আই কাম ইন। রন্টি : তখন মে মাস ছিল স্যার। কিন্তু এখন তো জুন মাস! আর একদিন রন্টির শিক্ষক ক্লাশ নিচ্ছেন.... শিক্ষক : বলতো রন্টি, রাণী এলিজাবেথকে কোথায় রাজমুকুট পড়িয়ে দেওয়া হয়েছিলো? রন্টি : মাথায় স্যার। একবার শিক্ষক গরু রচনা লিখতে দিয়েছিলো..... শিক্ষকঃ কিরে রন্টি, তোর আর বান্টির গরু রচনা হুবহু এক রকম হলো কী করে? রন্টিঃ স্যার আমরা দুজনে একই গরু দেখে লিখেছি যে তাই! এহেনো পড়াশুনার বাহার দেখে একদিন রন্টির শিক্ষক বললেন.... শিক্ষক : রন্টি, লেখাপড়ায় তুমি বেজায় খারাপ করছো, কাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে। তার সাথে পরামর্শ করতে হবে।

রন্টি : কিন্তু তার জন্য যে ফি লাগবে স্যার। শিক্ষক : ফি ! কিসের জন্য? রন্টি : আমার বাবাযে উকিল। ফি ছাড়া পরামর্শ করেন না। যাইহোক কোনো রকমে ভগিচগি দিয়ে রন্টি SSC পরীক্ষায় বসতে পেরেছে, কিন্তু পরীক্ষার হলে... বান্টি : রন্টি তুই আমার খাতা দেখে হুবহু লিখবি না। মনে নেই, গরু রচনা লিখেছিলি, আর স্যার তা বুঝে ফেলেছিলো।

রন্টি : না না, লিখব না। তুই সে চিন্তা করিস না। আচ্ছা বলতো, রবীন্দ্রনাথের এই প্রশ্নের উত্তরে তুই কী লিখেছিস? বান্টি : আমি লিখেছি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে যুগান্তর সৃষ্টি করেছিলেন। রন্টি : ঠিক আছে, আমি তাহলে লিখি, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে “প্রথম আলো” সৃষ্টি করেছিলেন। বুঝতেই পারছেন এহেনো পরীক্ষার ফল শুধু হতে পারে ফেল, আর রন্টি তাই করেছে।

পরীক্ষার ফল বেরোনোর পর রন্টির বাবা রন্টিকে বলছেন.... বাবা : এতদিন পড়াশোনা করে তুই পরীক্ষায় ফেল করলি? রন্টি : ফেল তো আমি একা করিনি, আরো অনেকেই করেছে। বাবা : পাশের বাড়ির প্রিয়াকে দেখ, ও গোল্ডেন এ প্লাস পেয়েছে। রন্টি : ওকে দেখতে দেখতেই তো আমি ফেল করেছি! (পুরনো মদ নতুন বতলে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।