আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...
রন্টি দেশে যাচ্ছে।
১৬ তারিখ সক্কালবেলা ফ্লাইট।
১৭ তারিখ সকালবেলা নামবে ঢাকা। সাথে সাথেই বাতাস ভারী, ফোস্কা পড়া গরম, লোকজনের চেচামেচি, রাস্তার জ্যামজট, পো পো..তবুও বহুদিন ধরে আটকে রাখা শ্বাস, যেটি সে এতদিন ধরে ফুসফুসের ভেতরেই রেখে দিতে বাধ্য হয়েছিল, নিজের দেশে ছিল না বলে, নিজের দেশের স্বাধীন মুক্ত বাতাসে শ্বাসটুকু ছেড়ে নতুন ভারী, ধুলোময়লাযুক্ত বাতাস নিতে এতগুলো দিনের অপেক্ষা...
আসলে দেশপ্রেমট্রেম কিছু না..বাংলাদেশে সে ফেলে গেছে তার পরিবার, তার বন্ধুবান্ধব, পরিচিত পরিবেশ, তার ছোট্ট ছিমছাম শহর আর তার ছেলেবেলা থেকে দেখা অগনিত ছোট্ট ছোট্ট নির্বোধ স্বপ্ন। বিদেশে বসে তো সে তা পায় না, হয়ত পায় আরও অনেক কিছুই..কিন্তু এসবই কি পুরন করতে পারে তার সেইসব অভাববোধ? কারও কি পারে?
পারে না বলেই তার এমন ব্যকুলতা, এইরকম ছেলেমানুষী আবেগাক্রান্ত অগোছাল, ভীষন স্বার্থপর লেখার কাসুন্দি।
দেখা হবে বন্ধু কারনে বা অকারনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।